একেই বলে জনপ্রতিনিধি, দুর্গম পথে ১১ ঘণ্টা পায়ে হেঁটে ছোট্ট গ্রামে পৌঁছালেন অরুণাচলের মুখ্যমন্ত্রী

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু (Pema Khandu) তাওয়াং (Tawang) জেলায় বিধানসভা এলাকার সফরে আছেন। এই সফরে তিনি দুর্গম এলাকায় থাকা একটি গ্রামের মানুষদের সাথে সাক্ষাৎ করেন। তিনি ১১ ঘণ্টায় ২৪ কিমি পায়ে হেঁটে ওই গ্রামে পৌঁছান। ৪১ বছর বয়সী প্রেমা খান্ডু পাহাড়ি রাস্তা আর জঙ্গলের মধ্য দিয়ে তাইয়াং জেলার থেকে ৯৭ কিমি দূরে অবস্থিত লুতুনাঙ্গ গ্রামে গিয়েছিলেন। উনি নিজেই এই কথা জানান ট্যুইটারে। এবং এই সফরের একটি ভিডিয়োও (Video) শেয়ার করেন তিনি।

মুখ্যমন্ত্রী খান্ডু ট্যুইট করে লেখেন, ‘১৬ হাজার ফুট উচ্চতায় কারপু-লা পাহাড় পার করে ১৪ হাজার ৫০০ ফুট উচ্চতায় অবস্থিত লুতুনাঙ্গ গ্রাম পর্যন্ত সফর অনেক মুশকিল ছিল।” এই গ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪ হাজার ৫০০ ফুট উচ্চতায় অবস্থিত।

২৪ কিমির দুর্গম সফর নির্ধারিত করে লুতুনাঙ্গ-এ পৌঁছে প্রেমা খান্ডু গ্রামবাসীদের সাথে কথা বলেন। মুখ্যমন্ত্রী আরেকটি ট্যুইটে লেখেন, ‘সরকারের প্রধান যোজনা গুলো দুর্গম পাহাড়ি গ্রাম গুলোতে পৌঁছে দেওয়ার জন্য গ্রামবাসীদের সাথে বৈঠক করি।”

সড়কের রাস্তায় এই গ্রাম গুলোতে পৌঁছান খুবই মুশকিল ব্যাপার। এটি একটি দুর্গম সফর, কারণ এই গ্রামে পৌঁছানোর জন্য কাপুর-লা পাহাড় আর বেশ কয়েকটি প্রাকৃতিক হ্রদ পার করতে হয়ে। মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু তাওয়াং-এর বিধায়ক তেরশিং তাসি আর গ্রামবাসী এবং তাওয়াং মঠের ভিক্ষুকদের সাথে জাংছুপ স্তুপের অভিষেকে অংশ নিয়েছিলেন।

X