‘সব টাকা ইডিই প্ল্যান্ট করে রেখেছিল’, অর্পিতার দাবি সামনে তুলে ধরে বিস্ফোরক অরুণাভ ঘোষ

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, এসএসসি (SSC) দুর্নীতি মামলায় ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ অর্থ এবং একাধিক সোনা গয়না পাওয়ার পর থেকে খবরের শিরোনামে রয়েছেন তারা। এর মাঝে আবার সম্প্রতি সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। ফলে সবমিলিয়ে ক্রমাগত অস্বস্তি বেড়ে চলেছে শাসকদলের আর এবার এ পরিস্থিতির মাঝে বিস্ফোরক দাবি করে বসলেন আইনজীবী অরুণাভ ঘোষ (Arunava Ghosh)।

সম্প্রতি, অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে ৫০ কোটি নগদ অর্থ, একাধিক সোনা গয়না এবং মোবাইল ফোনের পাশাপাশি বিদেশি মুদ্রা উদ্ধার করে ইডি। এই মামলায় বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন পার্থ-অর্পিতা। এই ঘটনাটি ইতিমধ্যেই গোটা বাংলায় অন্যতম চর্চার বিষয়। নিয়োগ দুর্নীতি মামলায় এত কোটি টাকা কিভাবে অর্পিতার কাছে এলো, সে বিষয়ে সন্দিহান সকলে। এর মাঝেই এদিন বিস্ফোরক মন্তব্য করে বসলেন অরুণাভ ঘোষ।

আইনজীবী অরুণাভবাবুর দাবি, “বর্তমানে আমাদের সামনে কেবলমাত্র পুলিশের মন্তব্যগুলি সামনে আসছে। কিন্তু এক্ষেত্রে যারা জেলে রয়েছেন অর্থাৎ অর্পিতা মুখোপাধ্যায়ের বক্তব্য আমাদের সামনে তুলে ধরা হচ্ছে না।” এই প্রসঙ্গে তিনি বলেন, “অর্পিতা বলছেন যে, ইডি যদি চাবি না পাওয়ার কারণে তালা ভেঙে থাকে, তবে ওকে নিয়ে গেল না কেন? অর্পিতার মতে, ইডি অফিসাররা তালা ভেঙে সকল টাকা পয়সা এবং সোনা গয়না প্ল্যান্ট করেছে। ও কিছুই জানতো না। এ সকল প্রশ্নের উত্তর সংস্থাকে দিতে হবে।”

Untitled design 88 2

এছাড়াও তিনি বলেন, “অর্পিতা একটু কাঁধ দেখিয়েছে। এর সঙ্গে কিন্তু যে মামলাটি হয়েছে, তার কোনরকম সম্পর্ক নেই। বর্তমানে ও কষ্ট পাচ্ছে আর আমাদের Sextual আনন্দ হচ্ছে।” একই সঙ্গে বর্তমানে ইডি যে সকল সইয়ের কথা তুলে ধরেছে, সেগুলিও যে অর্পিতা মুখোপাধ্যায়ের নয়, সে প্রসঙ্গে এদিন মত প্রকাশ করেন অরুণাভ ঘোষ। স্বাভাবিকভাবেই তাঁর এ সকল মন্তব্য চাঞ্চল্য সৃষ্টি করেছে। যদিও এ প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের প্রতিক্রিয়া মেলেনি।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর