বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল অ্যাক্টিভিস্ট অরুন্ধুতি রায় (Arundhati Roy) এর সাথে উস্কানিমূলক ভাষণ আর বিতর্কের পুরনো সম্পর্ক আছে। আরও একবার তিনি নিজের বয়ান নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। দেশ এখন করোনার সঙ্কটের সাথে লড়াই করছে, আর এই সময়েই অরুন্ধুতি রয় এর এই উস্কানি মূলক ভাষণ সামনে আসে। উনি বলেন, দেশের সরকার মুসলিমদের বিরুদ্ধে করোনা সঙ্কটের মহামারীর সুযোগ নিচ্ছে।
অরুন্ধুতি রয় বলেন, সরকার করোনা মহামারীকে মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করে সুযোগ তুলছে। উনি বলেন, মোদী সরকার করোনার সুযোগ নিয়ে মুসলিমদের দমন করছে। অরুন্ধুতি রয় বিদেশী টিভিতে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, করোনার ব্যাবহার হিন্দু-মুসলিমদের উস্কানি দেওয়ার জন্য হচ্ছে। ভারতের পরিস্থিতি মুসলিমদের জনসংহারের দিকে এগোচ্ছে।
অরুন্ধুতি রয় এর এই উস্কানিমূলক ভাষণের পর ওনার প্রচুর নিন্দা হয়। এমনকি ভারতীয় জনতা পার্টির (BJP) কিছু নেতা ওনার বিরুদ্ধে দেশদ্রোহীর মামলা করার আবেদন জানিয়েছেন।
অরুন্ধুতি রয় এর এই বয়ানে বিজেপি কড়া প্রতিক্রিয়া দিয়েছে। বিজেপির সাংসদ রাকেশ সিনহা পাল্টা হামলা করে বলেন, অরুন্ধুতি রয় এর বিদেশী টিভিতে দেওয়া এই বয়ান দেশদ্রোহীতার পর্যায়ে পড়ে। আর ওনার বিরুদ্ধে এর জন্য দেশদ্রোহী মামলা হওয়া উচিৎ।