অভিষেকের সাথে ঘনিষ্টতাই হল কাল? তৃণমূলে ‘চাকরি’ হারিয়ে যা বললেন অরূপ…

বাংলা হান্ট ডেস্কঃ বরাবরই তৃণমূল (Trinamool Congress) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত অরূপ চক্রবর্তী। এতদিন দলের মুখপাত্র হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। এবার রাতারাতি ‘চাকরি’ হারালেন তৃণমূলের (Trinamool Congress)। আচমকাই এই পদ থেকেই সরিয়ে দেওয়া হল তাঁকে। তবে শুধু তিনি নন, বাদ পড়েছেন কোহিনুর কিংবা সুদীপ রাহাও। পরিবর্তে দায়িত্ব পেয়েছেন এক ঝাঁক নতুন মুখ। 

তৃণমূলের (Trinamool Congress) পদ খুইয়ে কি বললেন অরূপ?

এমনিতেই বিগত কয়েকদিন ধরে তৃণমূলের (Trinamool Congress) অন্দরে অব্যাহত নবীন-প্রবীণ দ্বন্দ। প্রসঙ্গত শুরু থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন অরূপ চক্রবর্তী। এই আবহে রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন অভিষেক ঘনিষ্ঠতার কারণেই বাদ পড়েছেন অরূপ। যদিও এই দাবি মানতে নারাজ অরূপ চক্রবর্তী নিজে। 

পাশাপাশি জন্মদিনে অভিষেককে ছবি দেওয়ার প্রসঙ্গটাও খানিক এড়িয়ে গিয়েই তিনি এদিন বললেন, ‘আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেত্রী মমতাদি। আজকে মমতাদি বিজয়ার পর সমস্ত কর্মীদের সঙ্গে দেখা করেন। সৌজন্য বিনিময় করেন। আমি যাব না দেখা করতে? এটা তো আমার আবেগ। একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও আমাদের আবেগ। সেই আবেগের কারণেই তাঁর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছি।’

এইভাবে বাদ পড়ায় তাঁর কি কোনো অভিমান আছে? বিষয়টা খোলসা করতে না চাইলেও সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘আমি জানতে পারি যে মুখপাত্রদের নতুন তালিকা তৈরি হয়েছে। একটা গ্রুপও তৈরি হয়েছে। সেখানে আমি নেই। তারপর আমি প্রোফাইলে স্টেটাসটা আপডেট করে দিই। এতদিন মুখপাত্র ছিলাম, এখন প্রাক্তন মুখপাত্র। দল সিদ্ধান্ত নিয়েছে, দল বিবেচনা করেছে।’

আরও পড়ুন: পরীক্ষা হলে লাইভ স্ট্রিমিং! মাথায় হাত জুনিয়র চিকিৎসকদের, আপত্তি উঠল রাজ্যের কড়াকড়িতে

সেইসাথে ভুললেন না অতীত মনে করাতেও। তাই এদিন তাঁকে বলতে শোনা গেল ‘আমরা চেষ্টা করেছি দলের কঠিনতম সময়ে পারফর্ম করার।’ পাশাপাশি দলের সিদ্ধান্তকে শিরোধার্য করেই তিনি বলেছেন,’দল নিশ্চয় বিবেচনা করেই নিশ্চয় এখন এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা দলের অনুগত সৈনিক। তাই দলের সিদ্ধান্ত মাথা পেতে নেওয়াই সৈনিকের কাজ। তবে আমাদের দল একটাই। তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়।’

Trinamool Congress:

সবশেষে দলের প্রতি আস্থা রেখে আর নতুনদের শুভকামনা জানিয়ে অরূপ বলেছেন, ‘নন পারফর্মার কিনা দল বিবেচনা করবে। কোনও আক্ষেপ বা অনুযোগ নেই। দলের সবথেকে খারাপ সময়ে আমরা কথা বলেছি, আমাকে মুখপাত্রের দায়িত্ব দিয়েছিল। সেরা জায়গা দিয়ে পারফর্ম করার চেষ্টা করেছিলাম। এখন নতুন যাঁরা এসেছেন তাঁরা নিশ্চয় আরও ভাল করে পারফর্ম করবেন। তাঁদের জন্য শুভকামনা রইল।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর