বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (bollywood) পা রাখছেন কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়ালের (ramesh pokhriyal) কন্যা আরুষি নিশাঙ্ক (arushi nishank)। ‘তারিণী’ ছবির হাত ধরেই অভিনয় জগতে পা রাখতে চলেছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবির পোস্টার শেয়ার করে এই সুখবর জানিয়েছেন আরুষি।
নৌসেনার ছয় জন মহিলা অফিসারকে নিয়ে এই ছবির গল্প, যারা প্রথম বার সমুদ্র সফরে বেরিয়ে বিশ্ব প্রদক্ষিণ করেছিলেন। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে প্রকাশ্যে আসে ছবির প্রথম পোস্টার। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আরুষি। তবে এখনো ছবির পরিচালক ও অন্যান্য কলাকুশলীদের ব্যাপারে জানা যায়নি।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ও কুসুম কান্তা পোখরিয়ালের মেয়ে হলেন আরুষি। আগে উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন রমেশ পোখরিয়াল। নারী ক্ষমতায়ন, সামাজিক ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয় থাকেন আরুষি। এছাড়া শাস্ত্রীয় নৃত্য ও পরিবেশ রক্ষা নিয়েও ওয়াকিবহাল তিনি। দেরাদুনের হিমালয়ান আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের সভাপতির পদেও রয়েছেন আরুষিও।
https://www.instagram.com/p/CMHm7mTjhOZ/?igshid=qaoq7hwo7n3
https://www.instagram.com/p/CLyJv4qDOKQ/?igshid=rcr6fowotb4y
https://www.instagram.com/p/CMJpQeDD583/?igshid=1svw8zq92ni7m
কত্থক নৃত্যেও দারুন পারদর্শী আরুষি। পণ্ডিত বিরজু মহারাজের ছাত্রী তিনি। ২০১৫ সালের ২৪ জানুয়ারি অভিনব পন্থের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আরুষি। এর আগে ২০১৮ সালে বাবা রমেশ পোখরিয়ালের জীবনী নির্ভর ‘মেজর নিরালা’ ছবি প্রযোজনা করেন।