বাংলাহান্ট ডেস্ক : দিল্লিতে (Delhi)অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal) সরকার মদের দোকান খোলার পর এক নতুন সিদ্ধান্ত নিয়েছেন। দোকানে ভিড়ের কারণে মদের উপরে অতিরিক্ত ৭০% করোনার কর আরোপের ঘোষণা করা হয়েছে। এর আগেই উত্তরপ্রদেশের অনেক জায়গায় মদের dokan খোলা হয় আর এবার এই দেখাদেখি উত্তরপ্রদেশ এবং অন্ধ্র প্রদেশ সহ আরও অনেক রাজ্য অতিরিক্ত কর বাড়ানোর বিষয়ে বিবেচনা করছে।
সরকারের নতুন নির্দেশিকা
দেশব্যাপী লোক ডাউন, আর এর মধ্যে অ্যালকোহলের দোকান বন্ধ থাকার কারণে অনেক ঘটনা প্রকাশ্যে আসে। যদিও সব জায়গায় করোনা সংক্রমন এর ওপর ভিত্তি করে লাল, সবুজ এবং কমলা জোনে ভাগ করেন। আর এর মধ্যে শুধুমাত্র কমলা এবং সবুজ জোনে মদের দোকান খোলা হয়।বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ছত্রিশ হাজার। কিন্তু সেই সব বিষয় দেখেই সরকার নতুন নির্দেশ দেন।
দিল্লীর পর উত্তরপ্রদেশেও বাড়বে মদের ওপর কর
এখন উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারও দিল্লি সরকারের মতো মদের উপরে করোনার ট্যাক্স আরোপের বিষয়ে বিবেচনা করছে। এদিকে নতুন করে বাড়ানো হয়েছে লোক ডাউনের দিন। আর দিল্লীর পর যোগী সরকার শীঘ্রই অ্যালকোহলের বাড়তি দাম ঘোষণা করতে পারে বলে জানা গেছে। কিন্তু টা এখনো পর্যন্ত নির্দেশিকা মারফত জানানো হয়নি।
এই ট্যাক্স এমআরপিতে যুক্ত হবে
দিল্লিতে এই করোনার ট্যাক্স এমআরপিতে প্রযোজ্য হবে। প্রসঙ্গত এতে মদ প্রেমীদের চিনতা বাড়তে চলেছে আর তাদের গাঁটের কড়িও খরচ হতে চলেছে। আর মদ কেনার চক্করে মানুষ ভোর থেকে লম্বা লাইন লাগাচ্ছে আর পুলিশের ভূমিকাও এতো দেরিতে হচ্ছে তার জন্য চিন্তা বাড়ছে দোকানদারের।