পাকিস্তানের মন্ত্রীকে কড়া মন্তব্য কেজরিওয়ালের

বিজেপি সাংসদ পরবেশ ভার্মা তাঁকে সন্ত্রাসবাদী বলে অভিহিত করায় অত্যন্ত অসন্তুষ্ট দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ফেব্রুয়ারির আট তারিখ দিল্লিতে বিধানসভা নির্বাচন। এদিন কেজরিওয়াল বলেন যে তিনি সন্ত্রাসবাদী না দিল্লির সন্তান, সেটি শহরের মানুষ ঠিক করবেন। এর আগে পরবেশ ভার্মা বিতর্কে জড়িয়েছিলেন এই বলে যে শাহিন বাগের বিক্ষোভকারীরা এরপর খুন ও ধর্ষণ করবে।

এর জেরে নির্বাচন কমিশন তাঁকে তিন দিনের জন্য প্রচার করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। আবার এর মধ্যেই আরো একবার বেজায় চটেছেন অরবিন্দ কেজরিওয়াল।  প্রসঙ্গত  ইমরান মন্ত্রিসভার এক মন্ত্রী চৌধুরি ফাওহাদ হুসেন এদিন কটাক্ষ করে বলে, “ভারতের মানুষদের মোদির পাগলামোকে হারাতেই হবে। কারণ আরও একটি রাজ্যের নির্বাচনে পরাজিত হওয়ার আগে উলটোপালটা দাবি ও মন্তব্য করে উপমহাদেশের এই অঞ্চলে অশান্তি তৈরির চেষ্টা করছেন।

MK 1

 

 

আসলে কাশ্মীর নিয়ে দেশে ও বিদেশ সমালোচনা, নাগরিকত্ব আইনের বিরোধিতা ও ভারতের বেহাল অর্থনীতি তাঁর মাথা খারাপ করে দিয়েছে”। নরেন্দ্র মোদী এবং অরবিন্দ কেজরিওয়াল দুজন দুই মেরুর লোক আর এই নিয়ে নতুন করে তাদের মধ্যে দ্বন্দের কথা আর কাউকে মনে করানোর দরকার পরবে না। আর এসব কে পিছনে ফেলে এবার নরেন্দ্র মোদিকে কটাক্ষ করায় বেশ রেগে গেছেন তিনি। তিনি জানান উনি দেশের প্রধান মন্ত্রী বমানে আমিও অনাকে মানি সম্মান করি। তিনি টুইট করে আরো জানান “ নরেন্দ্র মোদী ভারতের প্রধান মন্ত্রী আমিও দেশের মানুস, আমিও ওনাকে সম্মান করি। দিল্লির নির্বাচন হল ভারতের অভ্যন্তরীণ বিষয়।

এই বিষয়ে সন্ত্রাসবাদের সবথেকে বড় মদতদাতাদের মাথা গলানোর কোনও দরকার নেই। পাকিস্তান যতই চেষ্টা করুক ভারতের ঐক্যে সে কোনওদিনই আঘাত করতে পারবে না”।  দুজনের মতামত যে অনেক আলাদা সে নতুন করে বলার অপেক্ষা রাখে না, তাই বলে প্রধান মন্ত্রীকে নিয়ে খারাপ কথা শুনতেও নারাজ তিনি।

সম্পর্কিত খবর