করোনাতে দিল্লীতে সবথেকে বেশি মৃত্যু হয়েছে, সংখ্যা লুকোচ্ছে কেজরিওয়াল: দাবি বিজেপির

বাংলাহান্ট ডেস্ক : কেজরিওয়াল (Arvind Kejriwal) সরকার দিল্লিতে (Delhi) করোনায় মৃত্যুর সংখ্যা লোকাচ্ছে এমনটাই শোনা যাচ্ছিলো বেশ কিছু দিনে ধরে। কিছুদিন আগেও একটা তথ্য পাওয়া গেছিলো যেখানে দিল্লিতে করোনা সংখ্যা ছিলো সবথেকে বেশী। দিল্লির পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি আর করোনা সত্যকে আড়াল করে চলেছে কেজরিওয়াল সরকার । হাসপাতাল আর মানুষের মৃত্যুর পরিহার এর পরিসংখ্যান একই বিষয়টির দিকে ইঙ্গিত করছে যে দিল্লির করোনায় দেশে সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুর কারণ হচ্ছে।লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সায়ত্রিশ হাজার।

corona 28
করোনায় দিল্লির অবস্থা শোচনীয়

এদিকে দিল্লিতে করোনায় কয়েকশো লোক মারা গেছেন। প্রতিদিনের দিল্লির বিভিন্ন হাসপাতালে করোনায় মৃত্যুর নিবন্ধের তথ্য প্রমাণ করে চলছে পরিস্থিতি খুব ভয়াবহ। কিন্তু দিল্লির কেজরিওয়াল সরকারের করোনার কারণে মৃত্যুর বিষয়ে কাউকে সত্যি তথ্য দিচ্ছেনা। এদিকে পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের ১৭ই মার্চ পর্যন্ত লক ডাউন ঘোষণা করেছেন। এর মধ্যে কেটে গেছে প্রায় ৩৩ দিন। কিন্তু তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।আর এখনো পর্যন্ত কোরোনার সঠিক ওষুধ না থাকার কারণে চাপ রোজ বেড়েই চলছে।

হাসপাতালের সংখ্যা ভুল ছিলো

দিল্লি সরকারের লোক নায়ক জয়প্রকাশহাসপাতালের তথ্য অনুসারে , হাসপাতালে এখন পর্যন্ত করোনার কারণে মারা গেছেন সাতচল্লিশ জন। আর রোজ অনেক মানুষ মারা যাচ্ছেন। কিন্তু দিল্লী সরকার গণমাধ্যমকে নায়ক জয়প্রকাশ হাসপাতালে মৃতের সংখ্যার হার দিয়েছিলো তা একেবারেই মিথ্যে আর ভুল ছিলো।


সম্পর্কিত খবর