বাংলাহান্ট ডেস্কঃ কৃষক আন্দলনের উপর পূর্ণ সমর্থন রয়েছে আম আদমি পার্টির, জানালেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (arvind kejriwal)। কৃষকদের বদনাম করার অভিপ্রায়কে নষ্ট করে দিতে তৎপর কেজরিওয়াল সরকার। শুক্রবার সেকথা স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন- মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
मुख्यमंत्री अरविंद केजरीवाल जी की द्वारा गाजीपुर बॉर्डर पर पानी की व्यवस्था की जा रही है।#Shukriya #Kejriwal
— Rakesh Tikait (@rkeshtikait) January 29, 2021
https://platform.twitter.com/widgets.js
কৃষক নেতা রাকেশ টিকাইত, কৃষকদের ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ট্যুইটে ধন্যবাদ জানান। ধন্যবাদ পেয়ে পাল্টা ট্যুইট করে অরবিন্দ কেজরিওয়াল লেখেন, ‘চিন্তা করবেন না রাকেশ জি, কৃষকদের পাশে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। এতদিন ধরে যে কৃষকরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালিয়ে এসে, আজ তাদের দেশদ্রোহী বলা এবং মিথ্যা মামলায় ফাঁসানো সম্পূর্ণ ভুল কাজ। এটাকে আমরা সমর্থন করি না’।
राकेश जी, हम पूरी तरह से किसानों के साथ हैं। आपकी माँगे वाजिब हैं। किसानों के आंदोलन को बदनाम करना, किसानों को देशद्रोही कहना और इतने दिनों से शांति से आंदोलन कर रहे किसान नेताओं पर झूठे केस करना सरासर ग़लत है। https://t.co/B20DILWzy3
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 29, 2021
https://platform.twitter.com/widgets.js
অন্যদিকে রাহুল গান্ধী কৃষকদের সমর্থন জানিয়ে বলেন, ‘কেরল, তামিলনাড়ুর কৃষকদের সঙ্গে আমি কথা বলে দেখেছি, তারা অনেকেই আইনটি বুঝতে পারেননি। এই আন্দোলন কিন্তু এখনই থামার নয়। এক ইঞ্চিও সরবে না কৃষকরা। এখনই শেষ হবে না, শহরেও ছড়িয়ে পড়বে। কৃষকদের সঙ্গে কথা বলে বিষয়টা মিটিয়ে না নিলে বড় সর্বনাশ হয়ে যাবে কিন্তু প্রধানমন্ত্রী’।
সেইসঙ্গে অমিত শাহের পদত্যাগের দাবি জানিয়ে বলেন, ‘কৃষকদের ভবিষ্যৎ চুরি করছে কেন্দ্র সরকার। অমিত শাহের তো কোন দোষই দেখতে পায় না বিজেপি। আমি চাই উনি পদত্যাগ করুন। কিন্ত্য সেটা তো অমিত শাহ কোনদিনই করবেন না। এখন প্রধানমন্ত্রী হয়তো ভাবতে পারেন, কৃষকরা কিছু না বলেই হয়ত এখন ফিরে যাবে। কিন্তু না, এই আন্দোলন এখন কৃষক থেকে শ্রমিকদের মধ্যে ছড়িয়ে যাবে’।