‘কংগ্রেসকে দুর্বল করতে রাহুল গান্ধী একাই যথেষ্ট’, বিরোধী জোটের অস্বস্তি বাড়িয়ে মন্তব্য কেজরিওয়ালের

বাংলা হান্ট ডেস্কঃ সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে দিল্লি এবং পাঞ্জাবের পাশাপাশি গুজরাট (Gujrat) বিধানসভা নির্বাচনে নিজেদের ক্ষমতা কায়েম করতে মরিয়া আম আদমি পার্টি (Aam Admi Party)। ইতিমধ্যেই গুজরাট সফরে গিয়ে বিজেপি (Bharatiya Janata Party) এবং কংগ্রেসের (Congress) বিরুদ্ধে একের পর এক কটাক্ষ ছুড়ে দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) আর এবার কংগ্রেসকে তুলেধনা করে তাঁর দাবি, “ওদের দুর্বল করার জন্য রাহুল গান্ধী একাই যথেষ্ট।”

উল্লেখ্য, বর্তমানে দেশে দুটি রাজ্য তথা দিল্লি এবং পাঞ্জাবে সরকার গঠন করেছে আম আদমি পার্টি। সম্প্রতি, পাঞ্জাব বিধানসভা ভোটে জয়লাভ করার পর দেশের বিভিন্ন প্রান্তে ক্ষমতা বিস্তারে তৎপর অরবিন্দ কেজরিওয়াল। সেই লক্ষ্যে বর্তমানে তাদের পাখির চোখ হতে চলেছে গুজরাট বিধানসভা নির্বাচন।

সম্প্রতি, গুজরাট সফরে গিয়ে রাজ্যের শাসক দল এবং কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানান দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “গুজরাটের মানুষ কংগ্রেসকে চায় না।” সেই কারণেই বিজেপি বিরোধী ভোটগুলি কেবলমাত্র আম আদমি পার্টিতে আসবে বলেই দাবি করেন কেজরিওয়াল।

উল্লেখ্য, বর্তমানে আম আদমি পার্টির বিরুদ্ধে একটি অভিযোগ ঘিরে সরগরম হয়ে উঠেছে দেশের রাজনীতি। কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়, অরবিন্দ কেজরিওয়ালের দল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করে চলেছে। প্রকৃতপক্ষে তারা বিজেপির বি টিম বলেও কটাক্ষ করা হয়।

সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এদিন কেজরিওয়াল বলেন, “কংগ্রেসকে দুর্বল করার জন্য আমার দলের কোন প্রয়োজন নেই। রাহুল গান্ধী একাই যথেষ্ট।” একইসঙ্গে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা” প্রসঙ্গে তিনি বলেন, “ওদের জন্য শুভকামনা রইল।”

কংগ্রেসকে আক্রমণ করার পাশাপাশি এদিন জোটের ভবিষ্যৎ নিয়েও মুখ খুলতে দেখা গিয়েছে আপ প্রধানকে। তিনি বলেন, “জোটের রাজনীতি আমি সেরকম বুঝি না। যারা এই রাজনীতি করে চলেছে, তারা বুঝুক। দেশে মোট ১৩০ কোটি মানুষের জোট আমার কাছে অনেক বড় বিষয়।”

কেজরিওয়াল বলেন, “ভারতকে বিশ্বের মধ্যে শীর্ষস্থানে তুলে ধরাই হল আমাদের লক্ষ্য আর তা সফল করতে গেলে শিক্ষার্থীদের বিনামূল্য শিক্ষা দেওয়ার পাশাপাশি সকলের জন্য সুন্দর স্বাস্থ্য করে তুলতে হবে। দেশের চাকরির অভাব রাখলে চলবে না। প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে সরকারের প্রধান উদ্দেশ্য। আমরা দিল্লিতে ক্ষমতায় থাকাকালীন একাধিক পদক্ষেপ নিয়েছি।” পরবর্তীতে কেজরিওয়ালের প্রধানমন্ত্রী হওয়ার বিষয় প্রশ্ন করা হলে তিনি সেই সিদ্ধান্ত দেশবাসীর উপরেই ছেড়ে দিয়েছেন।

Sayan Das

সম্পর্কিত খবর