বাংলাহান্ট ডেস্কঃ স্ত্রীকে পাশে নিয়ে তৃতীয় বারের জন্য দিল্লীর মুখ্যমন্ত্রী পদে জয়লাভ করলেন অরবিন্দ কেজরিওয়াল(Arvind kejriwal)। জয়ের আশায় বুক বেঁধেও শেষ পর্যন্ত এক সংখ্যায় আটকে গেল বিজেপি। আর অপরপক্ষ্যে কংগ্রেস মাথা তুলে দাঁড়াতেই পারেনি।দিল্লী বিধানসভার প্রচার কার্জের সময় তিনি জল-রাস্তা এবং বিদ্যুতের দিকে বেশি নজর দেন, যা দিল্লীবাসীর মননে সাড়া দেয়। তাই মঙ্গলবার ভোটের ফলাফলেও তাঁর স্পষ্ট ছাপ দেখতে পাওয়া গেল।
কেজরিওয়ালের বিরুদ্ধে গেরুয়া শিবির যে প্রচার চালায়, তা পুরোপুরি ধুলিস্মাৎ করে দেয় রাজধানীবাসী। কেজরিওয়ালকে সন্ত্রাসবাদী বলা থেকে শুরু করে শাহিনবাগকে ভারত ভাগের ষড়যন্ত্রকারী বলেও- মেরুকরণের চেষ্টা চালিয়ে গিয়েছেন মোদী-অমিত শাহরা। কিন্তু এদিন কেজরিওয়াল শাহিনবাগ নিয়ে সরাসরি কিছু না বলে দিল্লীর প্রশাসনের উপরই তা ছেড়ে দেন।
কনটপ্লেসে সস্ত্রীক কেজরিওয়ালের হনুমান মন্দিরে গিয়ে পুজো দেওয়াটাকেও বাঁকা চোখে দেখেছে বিজেপি বাহিনী। তারা যেহেতু ‘রাম-হনুমান’ নিয়ে প্রচার কাজ চালায়, সেহেতু তারা কেজিওয়ালের এই আচরণকে নকল ভক্তি বলে অভিযোগ করেছে। তারা আরও বলেন যে কেজরিওয়াল যে হাতে জুতো খুলেছে, সেই হাতেই মন্দিরে পুজো দিয়েছে। তাই মন্দির অপবিত্র হয়ে গেছে। এই কথার পরিপ্রেক্ষিতে নরম কণ্ঠে কেজরিওয়াল বলেন, ভগবান সবার মতো বিজেপিকেও আশীর্বাদ দেবেন।
দিল্লী বিধানসভার এই ফলাফলের ভিত্তিতে একাংশ রাজনীতিবিদের মতে এবার ‘রামভক্তদের’ টেক্কা দিতে তৈরি আছেন ‘হনুমান ভক্ত’। দিনটা মঙ্গলবার থাকায় এই প্রসঙ্গ আরও জোরালো হতে থাকে। কেজরিওয়াল বলেন,”মঙ্গলবার দিন , হনুমান জি-র দিন। হনুমান জিকে জানাই ধন্যবাদ। আমাদের শক্তি দিন, যাতে পরবর্তী ৫ বছর সকলে মিলে কাজ করতে পারি। ২ কোটি দিল্লিবাসীকে সঙ্গে নিয়েও আরও সুন্দর শহর তৈরি করব। সকল দিল্লিবাসীকে ও কর্মীদের ধন্যবাদ।”