মৃত অভিনেত্রী আর্যার বাড়ি থেকে উদ্ধার একাধিক মদের বোতল, রক্তমাখা টিস‍্যু, ক্রমশ ঘনাচ্ছে রহস‍্য

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গতকালই খবর পাওয়া যায় বলিউড অভিনেত্রীর আর্যা বন্দোপাধ‍্যায় (arya banerjee) ওরফে দেবদত্তা বন্দোপাধ‍্যায়ের রহস‍্যমৃত‍্যুর। যোধপুর পার্কে অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর অচৈতন‍্য দেহ। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষনা করে চিকিৎসকরা।

তবে অভিনেত্রীর মৃত‍্যু নিয়ে রহস‍্যের জট খোলার বদলে আরো জটিল হয়ে যাচ্ছে। তিনতলার একটি ঘর থেকে উদ্ধার হয় অভিনেত্রীর দেহ। পুলিস সূত্রে খবর, ঘটনার দিন বাড়ির একতলা ও দোতলার দরজা বন্ধ ছিল কিন্তু খোলা ছিল ছাদে যাওয়ার দরজা। তিন তলার অন‍্য একটি ঘর থেকে পাওয়া গিয়েছে একাধিক মদের বোতল। পাওয়া গিয়েছে গ্লাসও। তবে সেদিন রাতে অভিনেত্রীর সঙ্গে আরো কেউ ছিলেন কিনা এই প্রশ্নই ধোঁয়াশা বাড়াচ্ছে।


পাওয়া গিয়েছে আরো চাঞ্চল‍্যকর তথ‍্য। গত বছরেই হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হন আর্যা। পাশাপাশি কিডনির সমস‍্যাও ছিল তাঁর। কিন্তু করাননি চিকিৎসা। মাঝে মধ‍্যেই নাক মুখ থেকে রক্ত পড়ত তাঁর। ঘর থেকে রক্ত লাগা টিস‍্যু পেপারও উদ্ধার হয়েছে।

জানা গিয়েছে, ঘটনার দিন খাটে বসেই ওয়াইনের সঙ্গে মধু মিশিয়ে খাচ্ছিলেন অভিনেত্রী। সেই খাটেই পড়েছিল তাঁর সংজ্ঞাহীন দেহ। তবে বাইরে থেকে এদিন রাতের খাবার আনালেও তা খাননি তিনি। ঘটনার দিন রাতে রান্না করতেও অভিনেত্রী বারন করেছিলেন বলে জানান বাড়ির পরিচারিকা।

ঘটনার দিন সকালে অভিনেত্রীর বাড়ির পরিচারিকাই প্রথম এসে তাঁকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের মাধ‍্যমে পুলিসে খবর দেওয়া হয়। লেক থানার পুলিস এসে দরজা ভেঙে ঘরে ঢোকে। প্রতিবেশীদের বক্তব‍্য, অত‍্যন্ত উশৃঙ্খল জীবনযাপনে অভ‍্যস্ত ছিলেন আর্যা। যোধপুর পার্কের এই পৈতৃক বাড়িতেও একটানা থাকতেন না।

প্রসঙ্গত, বলিউডে তেমন পসার জমাতে না পারলেও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন এই বাঙালি অভিনেত্রী। ‘লভ সেক্স অউর ধোঁকা’, বিদ‍্যা বালানের ‘ডার্টি পিকচার’ সহ আরো কয়েকটি ছবিতে দেখা গিয়েছিল আর্যাকে। এরপর জনপ্রিয় টিভি শো ‘সাবধান ইন্ডিয়া’ তেও অভিনয় করেছিলেন আর্যা বন্দ‍্যোপাধ‍্যায়।

X