বাংলাহান্ট ডেস্ক: জামিনের শর্ত বদলানোর জন্য হাইকোর্টের দ্বারস্থ নিলেন আরিয়ান খান (aryan khan)। মাদক কাণ্ডে জামিন পাওয়ার পর মুম্বই হাইকোর্টের শর্ত অনুযায়ী প্রতি সপ্তাহে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর দফতরে হাজিরা দিতে হত তাঁকে। সেই শর্তটাই বদলানোর জন্য হাইকোর্টের দ্বারস্থ হলেন শাহরুখ পুত্র।
আরিয়ানের দাখিল করা আবেদন পত্রে দাবি করা হয়েছে, মাদক কাণ্ডের তদন্তভার দিল্লি NCBর বিশেষ টিমের হাতে তুলে দেওয়া হয়েছে। তাই NCBর মুম্বইয়ের দফতরে এই সাপ্তাহিক হাজিরার শর্তটা এখন বদলানো যেতেই পারে বলে বক্তব্য আরিয়ানের। এখানেই শেষ নয়, আবেদনে আরো বলা হয়েছে যখনি আরিয়ান NCB দফতরে আসবেন তখন তাঁর সঙ্গে পুলিসি পাহারা থাকতে হবে। সাংবাদিকদের হাত থেকে বাঁচার জন্যই এই আবেদন বলে খবর। আগামী সপ্তাহে সম্ভবত এই আবেদনের শুনানি হতে পারে হাইকোর্টে।
গত ২ রা অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী এক বিলাসবহুল ক্রুজ পার্টি থেকে তাঁকে হাতেনাতে আটক করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। তার পরদিনই গ্রেফতার হন আরিয়ান। স্থান হয় আর্থার রোড জেলে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২৬ দিন বাদে জেল থেকে ছাড়া পান তিনি।
মোট ১৪ টি শর্তের বিনিময়ে আরিয়ানের জামিন মঞ্জুর করেছিল বম্বে হাইকোর্ট। বিদেশে যেতে পারবেন না তিনি। তাঁর পাসপোর্ট জমা রয়েছে বিশেষ আদালতের কাছে। বিশেষ অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না আরিয়ান। এমনকি মুম্বই পর্যন্ত ছাড়তে পারবেন না তিনি। এ জন্য তদন্তকারী অফিসারের অনুমতি লাগবে আরিয়ান। মাদক মামলায় আদালতে হওয়া কথোপকথন নিয়ে না সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে পারবেন আর না নেটমাধ্যমে কিছু লিখতে পারবেন না।
এই মামলায় জামিন প্রাপ্ত অন্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না আরিয়ান। প্রমাণ নিয়ে কোনো রকম কাটাছেঁড়া করতে পারবেন না তিনি। খান পরিবার সূত্রে খবর, আগামী দু তিন মাস পর্যন্ত নাকি সবরকম পার্টি, নাইট আউটে যাওয়াও বন্ধ আরিয়ানের।