মাঝ সমুদ্রে উদ্দাম মাদক পার্টি, NCB র হাতে আটক শাহরুখ-পুত্র আরিয়ান খান

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মাদক কাণ্ডে নাম জড়িয়ে আটক শাহরুখ খান পুত্র আরিয়ান খান (aryan khan)। একটি রেভ পার্টি থেকে তাঁকে আটক করেছে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরো। NCBর দফতরেই আপাতত রয়েছেন তিনি। তাঁকে গ্রেফতার করা হবে কিনা এখনো জানা যায়নি।

শনিবার রাতে মাঝ সমুদ্রে একটি ক্রুজে চলছিল রেভ পার্টি। সেখানেই নাকি উপস্থিত ছিলেন শাহরুখের বড় ছেলে আরিয়ান। সম্প্রতি ২৩ এ পা দিয়েছেন তিনি। নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর আধিকারিকদের কাছে আগে থেকেই খবর ছিল এই রেভ পার্টির। সেই মতোই ব‍্যবস্থা নিয়েছিলেন তিনি। রীতিমতো ফিল্মি কায়দায় চলে গোটা অপারেশন।


সাধারন যাত্রীর বেশ ধরেই ক্রুজে চাপেন গোয়েন্দারা। পার্টি চালু হতেই আসল রূপে আসেন তাঁরা। গ্রেফতার হন ১০ জন। যাদের মধ‍্যে অন‍্য তম নাম আরিয়ান খান।
এ খবরের সত‍্যতা স্বীকার করে NCB র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, শাহরুখ খান জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার রাতে ক্রুজে চলা যে পার্টিতে NCB হানা দিয়েছিল সেই পার্টিতেই ছিলেন তিনি। আপাতত দক্ষিণ মুম্বইয়ের বলার্ড এস্টেট অফিসে রাখা হয়েছে তাঁকে।

এর আগে এক সাক্ষাৎকারে শাহরুখকে প্রশ্ন করা হয়েছিল আরিয়ানকে কীভাবে বড় করার কথা ভাবছেন অভিনেতা। এর উত্তরে শাহরুখ বলেন, তিনি নিজে টিনেজ বয়সে যা যা করতে পারেননি তিনি চান ছেলে সেই সবগুলোই করুক।

শাহরুখ বলেন, আরিয়ানের যখন তিন চার বছর বয়স হবে তখনি সে চাইলে মেয়েদের পেছনে ছুটতে পারে, মাদক সেবন করতে পারে বা যৌন সঙ্গম করতে পারে। কিং খান বলেন আরিয়ান যদি তাড়াতাড়িই সব শুরু করে দেয় তাহলে ভাল। বড়লোকের বিগড়ে যাওয়া ছেলের মতো হতে হবে আরিয়ানকে। কিন্তু সে যদি ভাল ছেলে হয় তাহলে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে বলেও জানিয়েছিলেন শাহরুখ। সে সময় পুরোটাই মজা করে বললেও এখন সেটাই বাস্তব হয়ে দাঁড়ানোর পথে।

সম্পর্কিত খবর

X