জীবন সঙ্কটে শাহরুখ-পুত্রের! বাবা মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন আরিয়ান

বাংলাহান্ট ডেস্ক: গত কয়েক সপ্তাহ ধরে বিনোদন জগৎ উত্তাল। মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছেন শাহরুখ খান পুত্র আরিয়ান খান (aryan khan)। বারংবার জামিনের আবেদন খারিজ হচ্ছে তাঁর। সারা জীবন বিলাস ব‍্যসনে থাকার পর জেলবন্দি হয়ে অবস্থা খারাপ আরিয়ানের।

এদিকে কিং খান পুত্রকে নিয়ে একটি টুইট করেছেন স্বঘোষিত ফিল্ম সমালোচক কামাল আর খান। তাঁর বক্তব‍্য জীবন সঙ্কটে রয়েছে আরিয়ানের। টুইটে তিনি লিখেছেন, ‘NCB পেরেছে ২০ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে আটকে রাখতে। মানে এখন আরিয়ানকে নরকের মধ‍্যে দিয়ে যেতে হবে। আশা করছি এই অসহনীয় যন্ত্রণাটা ও সহ‍্য করতে পারবে। ওর জীবন সঙ্কটে রয়েছে। ওর জন‍্য প্রার্থনা করব।’

Aryan Khan srk
এর আগেও এই বিষয়ে মুখ খুলেছেন কেআরকে। তাঁর বক্তব‍্য, বলিউডে যে যত বেশি পরিচিত তাঁর তত বেশি বন্ধু। কিন্তু আরিয়ান গ্রেফতার হতে হৃতিক রোশন ছাড়া আর কোনো হেভিওয়েট তারকাই মুখ খোলেননি। দেখা যায়নি অক্ষয় কুমার, অজয় দেবগণ, কাজল, বরুণ ধাওয়ান, টুইঙ্কল খান্না, জাভেদ আখতার কাউকেই মুখ খুলতে। কঙ্গনা রানাওয়াত সমালোচনা করেছেন ঠিকই, কিন্তু মুখ তো খুলেছেন। এর জন‍্য তাঁর প্রশংসাও করেছেন কেআরকে।

অপরদিকে গ্রেফতারির পর কিছুদিন কোয়ারেন্টাইনে থাকার পর সম্প্রতি অন‍্যান‍্য কয়েদিদের সঙ্গে রাখা হয়েছে আরিয়ানকে। করোনাকালে কারোরই পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি নেই। তাই মাসে দু তিনবার পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারেন জেলবন্দিরা।

IMG 20211015 132342
সূত্রের খবর, আরিয়ানও সুযোগ পেয়েছিলেন বাবা মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার। মাত্র ১০ মিনিট সময় দেওয়া হয়েছিল তাঁকে। জেলের এক সিনিয়র আধিকারিক সংবাদ মাধ‍্যমকে জানিয়েছেন, মা গৌরি খানের নম্বর দিয়েছিলেন আরিয়ান। সেই নম্বরেই দশ মিনিট ভিডিও কলে কথা বলেছেন তিনি বাবা মায়ের সঙ্গে। কথা বলতে বলতে নাকি কান্নায় ভেঙে পড়েন শাহরুখ পুত্র।

শোনা যাচ্ছে, গৌরিও নাকি মানত করেছেন যতদিন না আরিয়ান জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফেরত আসছে ততদিন তিনি কোনো মিষ্টি মুখে তুলবেন না। এই পুজোর সময়টাতেও কোনো মিষ্টি খাননি গৌরি। ছেলের জন‍্য এমনি কঠিন মানত রেখেছেন তিনি। দিন কয়েক আগেই জন্মদিন ছিল তাঁর। কিন্তু সেদিন জামিনের আবেদন খারিজ হয়ে যায় আরিয়ানের। এই প্রথম মায়ের জন্মদিনে পাশে থাকতে পারলেন না তিনি। কোনো রকম সেলিব্রেশন করেননি শাহরুখ গৌরি।

Niranjana Nag

সম্পর্কিত খবর