বেকসুর খালাস পাওয়ার তিন মাস প‍র নেটদুনিয়ায় কামব‍্যাক, প্রথম ছবি শেয়ার করলেন আরিয়ান

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের বাদশার ছেলে। আদব কায়দাই আলাদা। কিন্তু মাদক কাণ্ডে নাম জড়িয়ে বাবার মুখ পুড়িয়েছিলেন আরিয়ান খান (Aryan Khan)। ছেলের জন‍্য জেলের চৌকাঠ পর্যন্ত পেরোতে হয়েছিল শাহরুখ খানকে। নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরো কার্যত নাকানি চোবানি খাইয়েছিল বাবা-ছেলেকে।

প্রায় এক মাস মতো জেলে কাটিয়ে ছাড়া পান আরিয়ান। শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন তিনি। বাবা শাহরুখের জন্মদিনের ঠিক আগে আগে মন্নতে ফেরেন আরিয়ান। টানা বেশ কয়েকদিন নিজেকে গৃহবন্দি করে রেখেছিলেন তিনি। এমনকি সোশ‍্যাল মিডিয়াতে নিজের প্রোফাইল পিকচারও সরিয়ে দিয়েছিলেন আরিয়ান।

aryan khan 5 1633751035
পরে অবশ‍্য NCB স্বীকার করে, আরিয়ানের কাছে কোনো মাদকই পাওয়া যায়নি। এমন কোনো অভিযোগ বা ষড়যন্ত্রের প্রমাণ তাঁর বিরুদ্ধে নেই যাতে তাঁকে দোষী বলা যায়। অতএব মাস তিনেক আগে আরিয়ানকে বেকসুর খালাস দেয় আদালত। তারপর থেকেই পুরনো মেজাজে ফিরেছেন কিং খান পুত্র‌। বেশ কিছুদিন আগে এক নাইট ক্লাবে মদ‍্যপান করতে দেখা গিয়েছিল তাঁকে। এবার সোশ‍্যাল মিডিয়াতেও কামব‍্যাক করলেন আরিয়ান।

বেকসুর খালাস পাওয়ার তিন মাস পর ইনস্টাগ্রামে প্রথম ছবি শেয়ার করলেন তিনি। না, কোনো পার্টির ছবি নয়। নিজের পরিবারকেই গুরুত্ব দিয়েছেন আরিয়ান। ছোটবোন সুহানা ও ভাই আব্রামকে জড়িয়ে ধরে পোজ দিয়েছেন তিনি সঙ্গে ক‍্যাপশনে লিখেছেন, ‘হ‍্যাশট্রিক’।

গত বছর অক্টোবর মাসে কর্ডেলিয়া ক্রুজে মাদক কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল আরিয়ানকে। নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর হাতে গ্রেফতার হয়ে প্রায় এক মাস মতো জেলেও কাটিয়েছিলেন তিনি। শর্ত সাপেক্ষে জামিন পাওয়ার পর থেকেই মুখ লুকিয়ে বসেছিলেন আরিয়ান।

Aryan Khan
জেল অভিজ্ঞতার ট্রমা নাকি কাটিয়ে উঠতে পারছিলেন না তিনি। বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ, পার্টিতে যাওয়ায় নিষেধাজ্ঞা থাকায় নিজেকে ঘরবন্দি করে ফেলেছিলেন আরিয়ান। কিন্তু মাস কয়েক আগে মাদক মামলায় বেকসুর খালাস পেতেই আবার আগের রূপে ফিরে এসেছেন তিনি।

ইনস্টাগ্রামে প্রথম একটি ছবি শেয়ার করেছেন আরিয়ান। প্রথম ছবিতে দুই ভাইবোন ভাইকে জড়িয়ে পোজ দিয়েছেন তিনি। দ্বিতীয় ছবিতে লেখা মিলল আব্রামের। ক‍্যাপশনে আরিয়ান লিখেছেন, ‘হ‍্যাটট্রিক’। শাহরুখও লিখেছেন, ‘আমার কাছে এই ছবিগুলো নেই কেন? এখনি চাই আমার!’

https://www.instagram.com/p/ChkMG2JKS0O/?igshid=YmMyMTA2M2Y=

খান পরিবারের এক ঘনিষ্ঠ সূত্রের খবর, আরিয়ান এবার নিজের ওয়েব সিরিজ বানানোর দিকে মন দিচ্ছেন। ক‍্যামেরার সামনে কাজ করার ইচ্ছা তাঁর কোনোদিনই ছিল না। তিনি সবসময়ই ছবি বানাতে চাইতেন। ইতিমধ‍্যেই নাকি একটি খুব বাস্তবধর্মী শর্ট ফিল্ম বানিয়েছেন আরিয়ান। বাবার পরিচালক বন্ধুদের ছবিটি দেখিয়েছেনও তিনি। পাসপোর্ট ফেরত পেয়ে সম্ভবত বিদেশে গিয়ে কাজ শুরু করবেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর