ভোগান্তি আরো বাকি, দু পক্ষের আইনজীবীর সওয়াল জবাবের মাঝে পড়ে জামিন পিছোলো আরিয়ানের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আজও জামিন পেলেন না আরিয়ান খান (aryan khan)। মাদক কাণ্ডে অভিযুক্ত হিসেবে বুধবারের রাতটাও আর্থার রোড জেলেই কাটাতে হবে তাঁকে। আইনজীবীদের বক্তব‍্য আরো বাকি থাকায় সময়ের অভাবে আজও শুনানি স্থগিত রাখল বম্বে হাইকোর্ট। আগামীকাল ফের মাদক মামলায় শুনানি হবে।

আজ আরিয়ানের পাশাপাশি অন‍্য দুই অভিযুক্ত আরবাজ শেঠ মার্চেন্ট ও মুনমুন ধামেচার আইনজীবীরাও নিজেদের মক্কেলের হয়ে জামিনের আবেদন করেন। অমিত দেশাই, মুকুল রোহতাগি এবং আলি কাশিফ খান দেশমুখ অভিযুক্তদের তরফে আদালতে সওয়াল জবাব করেন।


এতেই সময় লেগে যায় প্রায় ২ ঘন্টা। তখন নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেলও দাবি করেন, এবার তাঁরও বক্তব‍্য পেশ করতে কিছুটা সময় লাগবে। তাই আগামীকাল বেলা তিনটের পর ফের শুরু হবে শুনানি।

গতকাল মঙ্গলবার, ২৬ অক্টোবরও কোনো রায়নি দেয়নি উচ্চ আদালত। গতকাল প্রাক্তন অ্যাটর্নি জেনারেল দাবি করেন, আরিয়ানের থেকে কোনো মাদক মেলেনি, তাঁর মেডিক‍্যাল পরীক্ষাও হয়নি। বিনা কারণে গ্রেফতার করা হয়েছে তাঁকে। তিনি আরো দাবি করেন, আরিয়ান একজন ‘তরুণ’ যার কিনা জেলে নয় বরং রিহ‍্যাবে ঠাঁই হওয়া উচিত।

গতকাল শুনানি শুরু হওয়ার আগেই আরিয়ানের আরো কিছু হোয়াটসঅ্যাপ চ‍্যাটের তথ‍্য NCB র হাতে এসেছে বলে দাবি করা হয় স‌ংবাদ মাধ‍্যম সূত্রে। রিপোর্ট অনুযায়ী, ফাঁস হওয়া গ্রুপ চ‍্যাটে আরো দুজনের সঙ্গে নিষিদ্ধ মাদক কোকেন নিয়ে আলোচনা করছিলেন আরিয়ান।

এমনকি বন্ধুদের NCB কে দিয়ে ধরিয়ে দেবেন বলেও মজা করেছিলেন শাহরুখ তনয়। জানা যাচ্ছে, চ‍্যাটে মাদক কেনা এবং ৮০ হাজার টাকার গাঁজা অর্ডার দেওয়ার ব‍্যাপারেও কথা বলতে দেখা গিয়েছে আরিয়ানকে। NCB সূত্রে খবর, অনন‍্যা পাণ্ডে ছাড়াও আরো দুই তারকা সন্তানের সঙ্গে আরিয়ানের চ‍্যাট হাতে পেয়েছে তারা।

X