লজ্জার মাথা খেয়ে আবার ক‍্যামেরার সামনে হাজির আরিয়ান! নেটিজেনরা বললেন, বাবার মতোই হয়েছে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নতুন বছরে জীবনের নতুন ইনিংস শুরু করলেন শাহরুখ খান (Shahrukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan)। ২০২১ খুবই খারাপ কেটেছে তাঁর। মাদক কাণ্ডে অভিযুক্ত হয়ে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর হাতে গ্রেফতার হন শাহরুখ পুত্র। এমনকি হাজতবাসও করতে হয় তাঁকে। প্রায় এক মাস জেলে থাকার পর ছাড়া পান আরিয়ান।

তারপরেও বেশ কিছুদিন ক‍্যামেরার আড়ালে ছিলেন তিনি। সোশ‍্যাল মিডিয়া থেকেও বিদায় নিয়েছিলেন। তবে সম্প্রতি NCB থেকে জানানো হয়েছে, মাদক কাণ্ডে আরিয়ানের বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ এক প্রকার তাঁকে নির্দোষ বলেই ঘোষনা করা হয়েছে।


ব‍্যস, শাহরুখ দুলাল আবারো আগের রূপে। কখনো বাবার হয়ে আইপিএলের নিলামে বসছেন, আবার কখনো সেজেগুজে ক‍্যামেরার সামনে পোজ দিচ্ছেন। হ‍্যাঁ, অতীত ভুলে আবারো প্রকাশ‍্যে এসেছেন আরিয়ান। শুধু তাই নয়, যে আরিয়ানকে ক‍্যামেরা দেখলেই দূরে পালাতে দেখা যেত তিনিই এখন দিব‍্যি পোজ দিচ্ছেন।

বৃহস্পতিবার রাতে ছিল ধর্মা প্রোডাকশনের সিইও অপূর্ব মেহতারর জন্মদিনের পার্টি। করন জোহরের সংস্থার সিইওর জন্মদিন বলে কথা। তারকাদের ঢল নেমেছিল পার্টিতে। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন সুহানা খান, আরিয়ান খান, কাজল, অনন‍্যা পাণ্ডে, আলিয়া ভাট, শানায়া কাপুর, ক‍্যাটরিনা কাইফ, ভিকি কৌশলের মতো তারকারা। আর করন তো ছিলেনই।


সাদা শার্ট ও কালো স‍্যুটে সেজে এসেছিলেন আরিয়ান। ছেলের সঙ্গে টুইনিং করে কালো গাউন পরেছিলেন গৌরি। মাদক কাণ্ডে নাম জড়ানোর পর এই প্রথম ক‍্যামেরার সামনে এসে পোজ দিলেন আরিয়ান। তবে শাহরুখ এদিন উপস্থিত থাকতে পারেননি। ‘পাঠান’ এর আটকে থাকা শুটিং সারতে স্পেনে গিয়েছেন তিনি।

https://www.instagram.com/reel/CbN2VoCq7wp/?utm_medium=copy_link

আরিয়ানের পোজ দেওয়ার ভিডিওটি এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। কেউ বলছেন, ছেলেকে একেবারে বাবার মতোই দেখতে লাগছে। আবার অনেকে কটাক্ষ করেছেন, লজ্জার মাথা খেয়ে ফের ক‍্যামেরার সামনে আসার জন‍্য। পুরনো দিনগুলো হয়তো এখন ভুলে গিয়েছেন আরিয়ান।

X