বাংলাহান্ট ডেস্ক : বাবা বলিউডের ‘কিং’। অথচ বড় ছেলে হয়ে বাবার পথে নি হেঁটে নিজের পছন্দমতো কেরিয়ার গড়েছেন আরিয়ান খান (Aryan Khan)। অভিনয়ে কোনোদিনই তাঁর আগ্রহ ছিল না। তাই বাবার জুতোয় পা না গলিয়ে বরং ক্যামেরার পেছনে পরিচালকের চেয়ারটাই বেছে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, পাশাপাশি নিজস্ব ব্যবসাও শুরু করেছেন আরিয়ান (Aryan Khan)। পোশাক এবং পানীয়ের জন্য একটি ব্র্যান্ড খুলেছেন তিনি। ছেলের উদ্যোগে সবসময় পাশে থেকেছেন শাহরুখ। ব্র্যান্ডের মডেল হওয়া থেকে শুরু করে প্রচারেও ছেলেকে উৎসাহ দিতে হাজির থেকেছেন তিনি। আগামীতে নিজের ব্র্যান্ড লঞ্চ করতে কলকাতা আসতে চলেছেন আরিয়ান (Aryan Khan)।
কবে কলকাতায় আসছেন আরিয়ান (Aryan Khan)
আগামী ২৬ শে এপ্রিল কলকাতা বনাম পঞ্জাবের খেলা রয়েছে ইডেনে। জানা যাচ্ছে, সেদিনই নাকি কলকাতায় আসতে চলেছেন আরিয়ান (Aryan Khan)। আইটিসি সোনার বাংলা হোটেলে হতে চলেছে D’YAVOL After Dark নামে একটি বড়সড় ইভেন্ট। আর সেখানেই নিজের নতুন পানীয়ের ব্র্যান্ড লঞ্চ করতে চলেছেন শাহরুখ পুত্র। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সুহানা খান, অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর এবং প্রীতি জিন্টা। পাশাপাশি কেকেআর এর কয়েকজন তারকা ক্রিকেটারও উপস্থিত থাকতে পারেন বলে শোনা যাচ্ছে।
শাহরুখের থাকার সম্ভাবনা: তবে যে প্রশ্নটা উঠছে তা হল, কিং খানকে কি দেখা যাবে ওই ইভেন্টে? উল্লেখ্য, এর আগে দুবাইয়ের অনুষ্ঠানে আরিয়ানকে (Aryan Khan) উৎসাহ দিতে গিয়ে শাহরুখই হয়ে উঠেছিলেন মুখ্য আকর্ষণ। তাই কলকাতার ইভেন্টেও তাঁর থাকার সম্ভাবনা রয়েছে বেশি। উপরন্তু এদিন কেকেআরের ম্যাচও রয়েছে ইডেনে। তাই মনে করা হচ্ছে, আরিয়ানের (Aryan Khan) অনুষ্ঠানেও থাকবেন তিনি।
আরো পড়ুন : লম্বা বিরতি শেষে বলিউডে ফিরছেন ‘পারফেকশনিস্ট’, কবে মুক্তি পাবে ‘সিতারে জমিন পর’?
পাকা ব্যবসায়ী হয়ে উঠেছেন আরিয়ান: প্রসঙ্গত, বাবার মতো আরিয়ানও (Aryan Khan) ব্যবসার জগতে বেশ ছাপ ফেলতে শুরু করেছেন। তাঁর পোশাকের ব্র্যান্ডটি ইতিমধ্যেই নাম করেছে ফ্যাশনিস্তাদের মধ্যে। পাশাপাশি তিনি শুরু করেছেন মদের ব্র্যান্ডও। ছেলের এই সিদ্ধান্তে প্রথম থেকেই পাশে থেকেছেন বলিউড বাদশা। দুবাইয়ে আরিয়ানের (Aryan Khan) হয়ে অনুষ্ঠান কার্যত জমিয়ে দিয়েছিলেন তিনি।
আরো পড়ুন : ‘ব্রাহ্মণদের উপরে আমি…’ অত্যন্ত আপত্তিকর মন্তব্য অনুরাগ কাশ্যপের! FIR দায়ের হল পরিচালকের বিরুদ্ধে
অবশ্য শুধু ব্যবসা নয়। পাশাপাশি পরিচালনাও শুরু করেছেন আরিয়ান। শোনা যাচ্ছে, নিজের ডেবিউ প্রোজেক্টেই শাহরুখ সহ একাধিক তারকাকে ডিরেক্ট করতে চলেছেন তিনি। রেড চিলিস প্রোডাকশন হাউজের ব্যানারেই প্রোজেক্টটি আসবে বলে শোনা যাচ্ছে।