মিলল জামিন, কিন্তু জেল থেকে এত তাড়াতাড়ি মুক্তি নেই আরিয়ানের

বাংলাহান্ট ডেস্ক: শেষমেষ মাদক কাণ্ডে স্বস্তি মিলল আরিয়ান খানের (aryan khan)। টানা তিন দিনের শুনানি শেষে শাহরুখ পুত্রকে জামিন দিল বম্বে হাইকোর্ট। তবে এখনি জেল থেকে মুক্তি পাবেন না শাহরুখ পুত্র। আগামীকাল বা শনিবারই বাড়ি ফিরতে পারবেন তিনি। ততদিন পর্যন্ত আর্থার রোড জেলেই থাকতে হবে তাঁকে।

বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ মাদক কাণ্ডে শুনানি শুরু হয় বম্বে হাইকোর্টে। বিকেল ৪:৪৫ নাগাদ অভিযুক্তদের জামিনের রায় দেয় আদালত। আরিয়ান সহ মাদক কাণ্ডে অভিযুক্ত আরবাজ শেঠ মার্চেন্ট ও মুনমুন ধামেচাও আজ জামিন পেলেন।

   

Aryan Khan srk
বৃহস্পতিবার NCB র তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অনিল সিং নিজের বক্তব‍্য পেশ করেন। তিনি দাবি করেন, আরিয়ান অনেকদিন আগে থেকেই মাদক সেবন করে আসছে। সুপ্রিম কোর্টও মাদকের ব‍্যবসাকে জঘন‍্যতম অপরাধ বলে চিহ্নিত করেছে। অনিল সিং আরো দাবি করেন, অভিযুক্ত আরবাজ মার্চেন্টের জুতো থেকে NCB চরস উদ্ধার করেছিল। এ বিষয়ে আরবাজ NCB কে জানিয়েছেন, তিনি চরস নিয়ে এসেছিলেন ক্রুজ পার্টিতে এবং আরিয়ানকে বলেছিলেন ‘ব্লাস্ট’ হবে।

কিন্তু আরিয়ানের থেকে কোনো মাদক পায়নি NCB। এ প্রসঙ্গে অনিল সিং বলেন, মাদক পাওয়া না গেলেই যে সে অপরাধী নয় এমনটা বলা যায় না। পালটা শাহরুখ পুত্রের আইনজীবী মুকুল রোহতাগি প্রশ্ন করেন, যারা আরিয়ানকে ক্রুজ পার্টিতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁদের গ্রেফতার করা হয়নি কেন? তাঁর বক্তব‍্য, গ্রেফতার হওয়া ব‍্যক্তিদের মধ‍্যে শুধু আরিয়ান ও আরবাজ পরিচিত মুখ। তাই ষড়যন্ত্রের কোনো প্রশ্নই ওঠে না। এরপরেই আদালত জামিনের রায় শোনায় তিন অভিযুক্তকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর