বাংলাহান্ট ডেস্ক: একে একে সেলিব্রিটি বাবা মায়ের সন্তানেরা পা রাখছেন বলিউডে। অভিনয় জানা থাক বা না থাক, বংশের ধারা বজায় রাখতে ইন্ডাস্ট্রিতে চলে আসছেন প্রায় সকলেই। কিন্তু যাঁকে নিয়ে সবথেকে বেশি আগ্রহ, সেই আরিয়ান খানের (Aryan Khan) এখনো কোনো হেলদোল নেই বলিউড নিয়ে। এমনকি লোভনীয় প্রস্তাব পেয়েও নাকি ফিরিয়ে দিয়েছেন শাহরুখ খান (Shahrukh Khan) পুত্র।
সূত্রের খবর মানলে, শাহরুখ তথা খান পরিবারের ঘনিষ্ঠ বন্ধু পরিচালক করন জোহর নাকি আরিয়ানকে বলিউডে লঞ্চ করার কথা ভেবেছিলেন। প্রস্তাবও দিয়েছিলেন স্টার কিডকে। কিন্তু রাজি হননি আরিয়ান। করনের মুখের উপরেই সে প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।
শুধু করন নন, পরিচালক জোয়া আখতারও নাকি আরিয়ানকে চেয়েছিলেন নিজের ছবিতে ডেবিউ করানোর জন্য। আসন্ন ছবি ‘দ্য আর্চিস’এ আরিয়ানকে লঞ্চ করতে চেয়েছিলেন তিনিও। কিন্তু শাহরুখ পুত্র ফিরিয়ে দেন সেই প্রস্তাবও। আরিয়ানকে না পেলেও তাঁর বোন সুহানা অবশ্য জোয়ার ছবির মাধ্যমেই ডেবিউ করছেন বলিউডে।
বাবা শাহরুখের রূপ পেয়েছেন আরিয়ান। বাবার মুখ যেন কেটে বসানো তাঁর মুখে। কিন্তু শাহরুখের মতো অভিনয়ে সুপারস্টার হওয়ার ইচ্ছা তাঁর নেই। আরিয়ান ক্যামেরার পেছনে কাজ করতে বেশি আগ্রহী। একজন সফল পরিচালক হতে চান তিনি। এই মুহূর্তে একাধিক প্রোজেক্টে নাকি কাজ করছেন আরিয়ান। খুব শিগগির লেখক হিসাবে ডেবিউ করতে পারেন তিনি।
ইতিমধ্যেই অবশ্য একটি ব্র্যান্ডের হয়ে ফটোশুট করতে দেখা গিয়েছে আরিয়ানকে। ছেলেকে দেখে মুগ্ধ হয়ে কমেন্টও করেছিলেন শাহরুখ। নেটিজেনরা বলেছিলেন, যেমন বাবা ছেলেও তেমনি। তবে আরিয়ান কবে ডেবিউ করবেন তা এখনো স্পষ্ট নয়।