ট্রমা এখনো কাটেনি, নিজের ঘরেই সারাক্ষণ বন্দি হয়ে রয়েছেন জেলফেরত আরিয়ান, দাবি সূত্রের

বাংলাহান্ট ডেস্ক: গোটা অক্টোবর মাসটাই দুঃসময়ে কেটেছে শাহরুখ খানের (shahrukh khan) গোটা পরিবারের। মাদক কাণ্ডে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর হাতে ধরা পড়ে ২৫ দিন জেলবন্দি ছিলেন আরিয়ান খান (aryan khan)। ২৮ অক্টোবর জামিন পেয়েছেন তিনি। আপাতত মন্নতেই এক রকম বন্দি অবস্থায় রয়েছেন শাহরুখ পুত্র। তবে শোনা যাচ্ছে, স্বেচ্ছায় এই বন্দি জীবন বেছে নিয়েছেন আরিয়ান।

শাহরুখের এক ঘনিষ্ঠ সূত্রের খবর, জেলের ট্রমা এখনো কাটিয়ে উঠতে পারেননি আরিয়ান। সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে সূত্র জানিয়েছেন, অনেক চুপচাপ হয়ে গিয়েছেন আরিয়ান। বেশি কথা বলছেন না। নিজের ঘরেই বেশিরভাগ সময়টা কাটাচ্ছেন। বন্ধুদের সঙ্গে দেখা করার কোনো ইচ্ছাই নেই তাঁর‌।

Aryan Khan srk
সূত্রের দাবি, আরিয়ান আগে থেকেই শান্ত প্রকৃতির ছিলেন। এখন আরো চুপ মেরে গিয়েছেন। আর শাহরুখ গৌরিও আরিয়ানকে তাঁর মতোই ছেড়ে দিয়েছেন। শোনা গিয়েছিল আরিয়ানের জন‍্য নাকি একজন ব‍্যক্তিগত দেহরক্ষীর রাখা হবে। শাহরুখের নিরাপত্তার দায়িত্বে যেমন রয়েছেন তাঁর ব‍্যক্তিগত দেহরক্ষী রবি সিং।

কিং খানের সর্বক্ষণের সঙ্গী তিনি। আর্থার রোড জেলে আরিয়ানের সঙ্গে দেখা করতে যাওয়ার সঙ্গে শাহরুখের ছায়াসঙ্গী হয়েছিলেন তিনি। সাংবাদিকদের ভিড়ের মধ‍্যে দিয়ে ঢাল হয়ে বাঁচিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি অভিনেতাকে। তেমনি আরিয়ানের জন‍্যও সর্বক্ষণের একজন দেহরক্ষী রাখা হবে বলে নাকি মনস্থির করেছেন শাহরুখ।

কিন্তু এই গুঞ্জন উড়িয়ে কিং খানের ঘনিষ্ঠ সূত্রের দাবি, আরিয়ানের জন‍্য এখনি কোনো দেহরক্ষী রাখার পরিকল্পনা নেই। আপাতত শাহরুখই ছেলের সঙ্গে থাকতে চান সর্বক্ষণ। নিজের সব শুটিংও নাকি পিছিয়ে দিয়েছেন অভিনেতা।

Niranjana Nag

সম্পর্কিত খবর