আইপিএলের নিলামে বাবার বদলে হাজির ছেলে, আরিয়ানকে দেখে শাহরুখের সঙ্গে মিল পেলেন নেটিজেনরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আরিয়ান খানকে (Aryan Khan) নাকি এক্কেবারেই শাহরুখ খানের (shahrukh khan) মতোই দেখতে। এমনকি তাঁর কণ্ঠস্বরও বাবার মতোই হয়েছে। দুজনের গলা শুনে পার্থক‍্য করা সম্ভবই নয়। তার প্রমাণ পাওয়া গিয়েছে ‘দ‍্য লায়ন কিং’ ছবির ডাবিংয়ের সময়েই। এবার আইপিএলের চোদ্দতম সিজনের নিলামের সময় আরিয়ানকে দেখেও ফের একই মন্তব‍্য করেছে নেটিজেনরা।

সম্প্রতি আইপিএলের চোদ্দতম সিজনের নিলামে বাবা শাহরুখের বদলে হাজির হন বড় ছেলে আরিয়ান। আর সেখানেই তাঁকে দেখে অবাক হয়ে যায় সকলে। আরিয়ান যেন শাহরুখের একেবারে ‘কার্বন কপি’, এমন মন্তব‍্যও করেন অনেকে। তাঁর কফি খাওয়ার ধরন, চুল ঠিক করার স্টাইল সবই শাহরুখের মতো। দুজনের ছবি ভিডিও তুলনা করেও টুইট করছেন নেটজনতা।


এবারে আইপিএলের নিলামে কেকেআরের টেবিলে আক্ষরিক অর্থেই ছিল বড়সড় চমক। শাহরুখ পুত্র আরিয়ান তো বটেই, উপস্থিত ছিলেন জুহি চাওলার মেয়ে জাহ্নবীও। তবে জাহ্নবীকে নিলামে অংশগ্রহণ করতে দেখা গেলেও পুরো অনুষ্ঠানটা চুপ করেই মনোযোগ দিয়ে দেখেন আরিয়ান।

প্রসঙ্গত, এই মুহূর্তে পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ছবির শুটিংয়ে ব‍্যস্ত রয়েছেন শাহরুখ। তা সত্ত্বেও বর্ষীয়ান অভিনেতা রাজীব কাপুরের শেষ প্রয়াণে উপস্থিত থাকতে দেখা যায় তাঁকে। সাদা পোশাকে মুখে মাস্ক পরে, লম্বা চুল টুপিতে ঢেকে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন শাহরুখ।


সম্প্রতি জানা যায় নাসা, বুর্জ খলিফা, ডিসকভারি চ‍্যানেলের হেডকোয়ার্টার ও মাদাম তুসো, বিশ্বের এই চার আইকনিক জায়গায় হতে চলেছে ‘পাঠান’ এর শুটিং যা কোনো বলিউড সিনেমায় এই প্রথম। এর আগে হলিউডে ‘মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রোটোকল’ ও ‘ফিউরিয়াস সেভেন’ ছবিদুটির শুটিং হয়েছিল এই জায়গাগুলিতে।

তবে শাহরুখের ছবিতে এমন একটি বিশেষ জিনিস ঘটতে চলেছে যা বলিউড তো বটেই হলিউডেও আগে ঘটেনি। জানা যাচ্ছে, বুর্জ খলিফার ভেতরে হবে পাঠানের অ্যাকশন দৃশ‍্যের শুটিং। এর আগে অবশ‍্য নাসা তে ‘স্বদেশ’, মাদাম তুসো মিউজিয়ামে ‘ফ‍্যান’ ও ডিসকভারি চ‍্যানেলের হেডকোয়ার্টারে ‘জব তক হ‍্যায় জান’ এর শুটিং করেন শাহরুখ।

X