মাথায় কলঙ্কের বোঝা, বাবা শাহরুখের দৌলতেই বলিউডে অভিষেক করতে চলেছেন ছেলে আরিয়ান!

বাংলাহান্ট ডেস্ক: খুব শীঘ্রই বলিউডে অভিষেক ক‍রতে চলেছেন আরিয়ান খান (aryan khan)। বাবা শাহরুখ খান (shahrukh khan) ইন্ডাস্ট্রির মাথায় বসে রয়েছেন। ছেলেও যে বলিউডেই পা রাখবে তাতে সন্দেহ ছিল না। কিন্তু কেরিয়ার শুরুর আগেই নিজের নামের উপরে এমন কালি তিনি ছিটিয়েছেন যে তা সহজে যাওয়ার নয়। মাদক কাণ্ডে নাম জড়িয়ে এক মাস জেলে কাটিয়েছেন তিনি। এমতাবস্থায় আরিয়ানের বলিউড ডেবিউ প্রশ্নের মুখ এসে দাঁড়িয়েছে।

ছেলের গ্রেফতারি, দীর্ঘ আইনি লড়াই, জামিনের ঝামেলার জেরে বহুদিন ধরে নিজেদের এক রকম লোকচক্ষুর আড়াল করে নিয়েছিলেন শাহরুখ গৌরি। কিন্তু সম্প্রতি একটি গাড়ির ব্র‍্যান্ডের জন‍্য ভিডিও বার্তায় প্রকাশ‍্যে আসেন কিং খান। ওইদিনই সোশ‍্যাল মিডিয়ার মাধ‍্যমে গৌরি জানান যে তিনিও ফিরেছেন কাজে। এবার ছেলের ভবিষ‍্যৎ নিয়েও চিন্তা ভাবনা শুরু করতে চলেছেন শাহরুখ গৌরি, শোনা যাচ্ছে এমনি গুঞ্জন।

aryan srk gauri 1634281539 1
আরিয়ান বলিউড ইন্ডাস্ট্রি দিয়ে কেরিয়ার শুরু করবেন ঠিকই, তবে বাবার মতো অভিনেতা তিনি হবেন না। অভিনেতা কথায় কথায় একদিন জানিয়েছিলেন যে তাঁর ছেলের অভিনয় নয়, বরং ছবি তৈরিতে আগ্রহ। আগে ঠিক ছিল, বিদেশের কিছু নামী পরিচালকদের কাছে ছবি তৈরি করা শিখবেন আরিয়ান। কিন্তু আপাতত তাঁর মুম্বই ছেড়ে বেরোনোর কোনো উপায় নেই।

তাই বলিউডেরই একটি প্রযোজনা সংস্থায় তিনি কাজ শিখবেন বলে খবর। বাবার দৌলতে যশ রাজ ফিল্মস বা ধর্মা প্রোডাকশনে হয়তো কাজ শুরু করতে পারছন আরিয়ান। শোনা যাচ্ছে, সম্ভবত করন জোহরের আগামী ছবি রকি অউর রানি কি প্রেম কাহানি বা তখত এ সহ পরিচালক হিসাবে কাজ করতে পারেন শাহরুখ পুত্র।

গত ২ রা অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী এক বিলাসবহুল ক্রুজ পার্টি থেকে তাঁকে হাতেনাতে আটক করে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরো। তার পরদিনই গ্রেফতার হন আরিয়ান। স্থান হয় আর্থার রোড জেলে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২৬ দিন বাদে জেল থেকে ছাড়া পান তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর