অরিজিতের পর এবার আরিয়ান, পহেলগাঁও হামলার জেরে বড় সিদ্ধান্ত শাহরুখ-পুত্রের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পহেলগাঁও হামলার ঘটনা বড়সড় প্রভাব ফেলেছে দেশের বিনোদন জগতে। একজোট হয়ে প্রতিবাদে সোচ্চার হতে দেখা গিয়েছে নামীদামী তারকাদের। পহেলগাঁও হামলার জেরে সম্প্রতি বড় সিদ্ধান্ত নিয়েছেন গায়ক অরিজিৎ সিং। নিজের কনসার্ট বাতিল করেছেন তিনি। এবার পদক্ষেপ করলেন শাহরুখ খান পুত্র আরিয়ান খানও (Aryan Khan)।

পহেলগাঁও হামলার জন্য বড় সিদ্ধান্ত নিলেন আরিয়ান (Aryan Khan)

আগামীকাল শহরে আসার কথা ছিল আরিয়ানের (Aryan Khan)। নিজের পানীয়ের ব্র্যান্ড কলকাতায় লঞ্চের পাশাপাশি একটি গ্র্যান্ড পার্টির আয়োজনও করেছিলেন তিনি। বহু তারকা খচিত সেই পার্টি বাতিল করা হয়েছে। পহেলগাঁওতে যা ঘটেছে তারপর আর আনন্দ করার কথা ভাবতেই পারছেন না তাঁরা। সেই কারণে পার্টি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Aryan khan took big decision for kashmir attack

বাতিল হল পার্টি: জানা গিয়েছে, টলিপাড়া থেকে নুসরত জাহান, শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে মিমি চক্রবর্তী, রুক্মিণী মৈত্র, ঐন্দ্রিলা সেন, সুস্মিতা চট্টোপাধ্যায়, তৃণা সাহার মতো অভিনেত্রীরা নাকি আমন্ত্রণ পেয়েছিলেন ওই পার্টির (Aryan Khan)। অন্যদিকে বলিউড থেকে সুহানা খান, অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর এবং প্রীতি জিন্টার থাকার কথা ছিল পার্টিতে। পাশাপাশি কেকেআর এর কয়েকজন তারকা ক্রিকেটারও উপস্থিত থাকার কথা ছিল বলে শোনা গিয়েছিল। উল্লেখ্য, আগামীকাল ২৬ শে এপ্রিল কলকাতা বনাম পঞ্জাবের খেলা রয়েছে ইডেনে।

আরো পড়ুন : Banglahunt Breaking: তৃণমূলের ভোট ব্যাঙ্কে ভাঙন! মুসলিম ভোট টানতে বিজেপিতে পা রাখছেন তসলিমা নাসরিন?

কনসার্ট বাতিল করেন অরিজিৎ: অন্যদিকে আগামী ২৭ শে এপ্রিল চেন্নাইয়ে কনসার্ট হওয়ার কথা ছিল অরিজিতের। কিন্তু কাশ্মীরে হামলার ঘটনায় বাতিল হল সেই কনসার্ট। কনসার্টের আয়োজকদের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে কনসার্ট বাতিলের কথা জানিয়ে বলা হয়েছে, এই সিদ্ধান্ত শুধু আয়োজকদের একার নয়। মিলিত ভাবে অর্থাৎ অরিজিতের (Arijit Singh) থেকে মত নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা টিকিট কেটে ফেলেছেন ইতিমধ্যেই, তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

আরো পড়ুন : ‘…কাপুরুষের কাজ’, পহেলগাঁও হামলায় পোস্ট করেও তড়িঘড়ি মুছলেন শাহরুখের পাকিস্তানি নায়িকা

গত মঙ্গলবার দুপুরে জঙ্গিরা নির্বিচারে গুলি করে মারে পর্যটকদের। অভিযোগ উঠেছে, গুলি করার আগে হিন্দু মুসলিম আলাদা করা হয়েছিল। বেছে বেছে হিন্দুদের গুলি করার অভিযোগ উঠেছে। সেনা, পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগবে, তৎক্ষণাৎ অ্যাকশন করা যাবে না, একথা মাথায় রেখেই ওই স্থানে হামলার প্ল্যান করা হয় বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X