শাহরুখকে পেছনে ফেলে শীর্ষে আরিয়ান, ‘শেহজাদা’র ট্রেলার দেখে মুগ্ধ দর্শকরা

বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরের শুরু থেকেই একের পর এক বলিউড ধামাকা। মুক্তির পথে একাধিক ছবি। শাহরুখ খান (Shahrukh Khan) ও দীপিকা পাডুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’-এর ট্রেলার মুক্তি পেয়েছে ইতিমধেই। নানান বিতর্ককে পেছনে ফেলে দর্শকদের মন কেড়েছে  ছবির ট্রেলার।

ঠিক তার পরের দিনই, অর্থাৎ ১১ জানুয়ারি মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান (Kartik Aaryan)-কৃতি শ্যানন (Kriti Sanon) অভিনীত ‘শেহজাদা’র (Shehzada) ট্রেলার। তবে সবচেয়ে বড় চমক পেতে এখনও বাকি আছে।

Kartik aaryan 1

‘পাঠান’ ছবির ট্রেলারকে পিছনে ফেলে দর্শকদের মন জয় করল ‘শেহজাদা’র ট্রেলার। শাহরুখ খানকে পেছনে ফেলে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে কার্তিক আরিয়ানের সিনেমার ট্রেলারটি। ‘শেহজাদা’র ট্রেলার দেখে মুগ্ধ দর্শকরা। এখন কেবল ছবি মুক্তি পাওয়ার অপেক্ষা।

দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। তাঁকে পর্দায় অ্যাকশন অবতারে দেখতে মুখিয়ে আছেন দর্শকেরা। ২০১৮ সালে মুক্তি পাওয়া শাহরুখের সর্বশেষ সিনেমা ‘জিরো’ বক্স অফিসে ডাহা ফ্লপ করে। তাঁদের আগের দুই সিনেমা ‘জব হ্যারি মেট সেজাল’ ও ‘ফ্যান’ও সেভাবে চলেনি। সর্বশেষ শাহরুখের সুপারহিট ছবি বলতে ৯ বছর আগে মুক্তি পাওয়া ‘হ্যাপি নিউ ইয়ার’।

 

অন্যদিকে, ২০১৮ সালে ‘সনু কে টিটু কি সুইটি’ সুপারহিট হওয়ার পর আর পেছন ফিরে দেখতে হয়নি কার্তিক আরিয়ানকে। গত কয়েক বছর তাঁর ‘লুকা চুপি’, ‘পতি পত্নী অওর ওহ’, ‘ভুলভুলাইয়া টু’ সুপারহিট। বর্তমানে তরুণ প্রজন্মের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেতা কার্তিক আরিয়ান। হলে মুক্তি না পেলেও গত দুই বছর মুক্তি পাওয়া তাঁর দুই ছবি ‘ধামাকা’ ও ‘ফ্রেডি’ নেট দুনিয়ায় প্রশংসিত হয়। অভিনেতা হিসেবে এই সাম্প্রতিক ফর্মই কার্তিককে এগিয়ে রেখেছে শাহরুখের মতো বড় তারকার চেয়ে।

additiya

সম্পর্কিত খবর