ছোটবেলায় করতেন জঞ্জাল কুড়ানোর কাজ, আজকে ইনি রোহিত বিরাটের থেকেও বড়ো টি-20 ব্যাটসম্যান

বাংলাহান্ট ডেস্কঃ ক্রিকেট (Cricket), সুদূর ইংল্যান্ডের খেলা হলেও, ভারতে কিন্তু এই খেলার জনপ্রিয়তা রয়েছে প্রচুর পরিমাণে। আট থেকে আশি সকলেই কিন্তু হাতে ব্যাট নিয়ে বলে ছক্কা হাকানোর স্বপ্ন দেখে। তবে সকলের সেই স্বপ্ন পূরণ না হলেও, কেউ কেউ আজ খ্যাতির শিখরে পৌঁছেছেন। তবে আমরা সামনে থেকে দেখি ক্রিকেটারদের জীবন কতই না সুখের, কিন্তু তাঁদের এই সুখের জীবনের পেছনে লুকিয়ে আছে কত রাত জাগা কান্না।

ক্রিস গেইল
ক্রিস গেইল (Chris Gayle), ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ক্রিকেট দলের অন্যতম সদস্য ও মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত তিনি। বোলার শুধু বলটা করবেন, আর ব্যাস প্রতি বলে বলে চোখ বন্ধ করে ছক্কা হাকাবেন তিনি। তার সামনে সব দেশের তাবড় তাবড় বোলাররাও দাঁড়াতে ভয় পান। ১৯৯৮-১৯৯৯ সালে প্রথম সারির ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছিল।

Untitled 1 1 1

ক্রিস গেইলের জীবন
তবে আপনারা কি জানেন, শৈশবকালে জঞ্জাল তুলতেন এই ডানপিটে ক্রিকেটার। এমনকি খাবারের জন্য চুরিও করেছেন। সামনে থেকে এই সব তারকাদের জীবন যতটা সুন্দর দেখায়। তারা কিন্তু সবসময় সেই সুন্দর জীবনের অধিকারী নাও হতে পারে। অনেকেই আছেন যারা শূণ্য থেকেই জীবনের সবকিছু শুরু করেছেন। কঠির পরিশ্রম এবং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে আজ তারা সমাজে প্রতিষ্ঠিত।

পেটের দায়ে করেছিলন চুরি
সেইরকমই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের এই খেলোয়াড়ের প্রথম জীবন একেবারেই মধুর ছিল না। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিনি খুব দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর মা রাস্তায় চিনাবাদাম বিক্রি করতেন। এমনকি পেট চালানোর দায়ে তিনি রাস্তা থেকে জঞ্জাল, বোতল এই সব তুলে বিক্রি করতেন। এইভাবে একদিন খাবারের প্রয়োজনে তিনি চুরি পর্যন্ত করতে বাধ্য হয়েছিলেন। এই কথা বলতে বলতে চোখে জল চলে আসে এই বিধ্বংসী ক্রিকেটারের।

chris gayle

সফল গেইল
টাকার অভাবে যে ছেলেটা সেদিনা স্কুলের গণ্ডি পেরোতে পারেনি আজ সে সমগ্র বিশ্বের কাছেই আদর্শে পরিণত হয়েছে। বর্তমানে তাঁর ঝুলিতে রয়েছে- T20 ক্রিকেটে ১৩ হাজারেরও বেশি রান, ২২ সেঞ্চুরি এমনকি ৯৭৮ টি ছক্কাও হাকিয়েছেন তিনি। এছাড়াও আজ তাঁর নামের পাশে বিশ্বের আরও অনেক রেকর্ড জুড়ে রয়েছে। সমস্ত দারিদ্রকে হার মানিয়ে আজ জ্যামাইকের রাজধানী কিংস্টনে তাঁর নিজস্ব একটি বিলাশবহুল বাড়ি, গাড়ি সমস্ত ঐশ্বর্য্য সবকিছুই রয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর