বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএলে সদ্যসমাপ্ত মরশুমটা বিরাট কোহলির একেবারেই ভালো কাটেনি। এই মরসুমে বিরাট কোহলিকে ক্রমাগত নিজের ফর্ম নিয়ে স্ট্রাগল করতে দেখা গেছে। আইপিএল ২০২২-এ ১৬ ম্যাচে ২৩-এর কাছাকাছি গড়ে ৩৪১ রান করেছেন বিরাট। অর্ধশতরানের গন্ডি পেরিয়েছেন মাত্র দুই বার এবং তার স্ট্রাইক রেট ছিল মাত্র ১১৫.৯৯, যা একেবারেই বিরাট সুলভ নয়। তাকে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে তাই বিশ্রাম দেওয়া হয়েছে।
এবার কোহলির সমর্থনে এগিয়ে এসেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। তিনি বলেছেন “আপনার বিরাট কোহলি সম্পর্কে ভাল কথা বলা উচিত। তাকে যোগ্য সম্মান দেওয়া উচিত। এমনকি একজন পাকিস্তানি হিসাবে আমি বলছি যে তিনিই সর্বকালের সেরা ক্রিকেটার। আমি বাজি ধরে বলতে পারি যে কেরিয়ার শেষে বিরাট ১১০টি সেঞ্চুরি করতে সক্ষম হবে,”
বিরাট কোহলির উদ্দেশ্যে প্রাক্তন পাক পেসার বার্তা দিয়ে বলেছেন “ঘাবড়ে যেও না, তোমাকে ৪৫ বছর বয়স পর্যন্ত ক্রিকেট খেলতে হবে। বর্তমান পরিস্থিতি শুধুমাত্র তোমার পরীক্ষা নিচ্ছে। তোমাকে ১১০ টি শতরান করার জন্য প্রস্তুত করছে। এইসময় সকলে তোমাকে হেও করছে, তোমাকে নিয়ে নেতিবাচক টুইট করছে। এমনকি তারা স্ত্রী আর বাচ্চাকেও রেহাই দিচ্ছে না। এর চেয়ে খারাপ খবর আর কিছু হতে পারে না। প্রকৃতি তোমাকে ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য এভাবেই হয়তো প্রস্তুত করছে। ”
২০১৫ থেকে শুরু করে ২০১৯ অবধি কোহলি তার কেরিয়ারের সেরা ফর্মের মধ্যে দিয়ে গিয়েছেন। কিন্তু মহামারীর শুরু হওয়ার পর থেকে তাকে আর পরিচিত ছন্দে পাওয়া যায়নি। এবার ভারতীয় ক্রিকেট ভক্তরা আশা করবে যে আখতারের কথাগুলি কোহলিকে আবার তার সেরা ফর্মে ফিরে আসতে অনুপ্রাণিত করবে।