নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ! আজই কী এসপার-ওসপার?

বাংলাহান্ট ডেস্ক: লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ১০ অক্টোবর মঙ্গলবার নথি জমা করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আজই তার সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য নথি তুলে দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (ED) হাতে।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর অভিষেককে হাজিরার নির্দেশ দেয় ইডি। সেদিন যাতে অভিষেলের হাজিরায় কোনও নড়চড় না হয় এমনটাই নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তবে ইডি দফতরে হাজির হওয়া তো দূর উল্টে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের আইনজীবী আদালতে জানান, তার মক্কেলের কাছে বহু বছরের পুরনো চাওয়া হয়েছে। সেসব জোগাড় করতে ২ সপ্তাহ সময় চাই। তবে সেই আবেদন নাকচ করে আদালত সাফ নির্দেশ দিয়ে জানিয়ে দেয়, এক ঘন্টাও অতিরিক্ত সময় দেওয়া যাবে না।

আরও পড়ুন: মিথিলেশের বদলে মুকেশ! এসেই অ্যাকশন, এবার নিয়োগ দুর্নীতি মামলায় ঘুম উড়লো অনেকের

হাইকোর্টের নির্দেশ ছিল, ‘‘আগামী ১০ অক্টোবরের মধ্যে অভিষেককে সমস্ত নথি ইডির কাছে জমা দিতে হবে। যদি কোনও কারণে নথি জমা দিতে না পারে তাহলে ইডির সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে হবে।”

high court

আদালত আরও জানিয়েছিল, “অভিষেকের জমা দেওয়া নথিতে যদি ইডি সন্তুষ্ট না হয় তাহলে তাকে হাজিরা দিতে বলতে পারে। তবে অভিষেককে ১৯ অক্টোবর, অর্থাৎ পুজোর আগে বা ২৬ অক্টোবর একেবারে পুজোর পরে সমন পাঠাতে হবে।’’


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর