রাহুল গান্ধী যতদিন না প্রধানমন্ত্রী হচ্ছেন, ততদিন আমি মরব নাঃ দ্বিগবিজয় সিং

বাংলাহান্ট ডেস্কঃ নিজের মন্তব্যের জন্য শিরোনামে থাকা দিগ্বিজয় সিং আরও একবার মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এলেন। কংগ্রেসের সাথে গান্ধী  পরিবারের বহুদিনের পারিবারিক সম্পর্ক রয়েছে দিগ্বিজয় সিংয়ের ((Digvijay Singh)। তাছাড়াও সোনিয়া গান্ধীর সাথে রাজনৈতিক সম্পর্ক রয়েছে তাঁর।

১০ বছর ধরে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মুখ্যমন্ত্রী ছিলেন দিগ্বিজয় সিংহ (Digvijay Singh)। শোনা যায় তাকে কখনও কখনও তাকে রাহুল গান্ধীর রাজনৈতিক গুরু বলা হয়। তবে কংগ্রেসের দিগ্বিজয় সিংয়ের মর্যাদা কমে যাওয়ার সাথে সাথে মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতা অর্জনের শেষ সময়, দিগ্বিজয় কমল নাথ মুখ্যমন্ত্রী পদে বসেছেন।

https://twitter.com/DigvijayaSingh_/status/1270243468745617408

 

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিসাবে মধ্যপ্রদেশের উন্নয়নে দিগ্বিজয় সিং বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য, সাধারণ মানুষের ক্ষমতায়ন সুনিশ্চিত করা, বিশেষ করে গ্রামীণ এলাকায় দরিদ্র এবং পিছিয়ে পড়া মানুষদের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটানো। এই উদ্যোগগুলির মধ্যে রয়েছে পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে বিকেন্দ্রীকরণ এবং গ্রামীণ উন্নয়ন প্রগামে পঞ্চায়েতের হাতে যথেষ্ট ক্ষমতা ও সম্পদ প্রদান করা। এডুকেশন গ্যারান্টি স্কিমের (ইজিএস) মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করে তোলা; জলসেচ ও জলবিভাজিকা উন্নয়ন প্রকল্পে অংশ গ্রহণ, জেলায় দারিদ্র দূরিকরণ প্রগাম, মধ্যপ্রদেশের হাসপাতাল পরিষেবা উন্নত করতে এবং স্বস্থ্যসেবা ব্যবস্থার উন্নতি ঘটাতে রুগি কল্যাণ সমিতি এবং জন স্বাস্থ্য রক্ষকের মত উদ্যোগ গ্রহণ।

congress 1

তিনিই প্রথমবার দেশে সড়ক ব্যবস্থায় টোলের উদ্যোগ নেন, তাঁর শাসনকালেই মধ্যপ্রদেশের ইন্দোরে প্রথমবার সেজ বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছিল। নর্মদা হাইড্রো প্রকল্পের কাজ শেষ হয় এবং নতুন প্রজন্মের বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয় এবং মধ্যপ্রদেশের বিদ্যুৎ ও শক্তি ক্ষেত্রে সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়। তিনি মধ্যপ্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি মনোনীত হন ১৯৮৫-৮৮ এবং ১৯৯২; অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ছিলেন ২০০৪- ২০০৮ সালের মে মাস পর্যন্ত। ২০০৪ সাল থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত ওড়িশা, উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, অসম, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং গোয়া রাজ্যের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। ক্রিকেট, হকি, স্কোয়াশ এবং টেনিস খেলয়া ইন্দোর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন, তিনি সেন্ট্রাল ইন্ডিয়া স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ জেতেন।

সম্পর্কিত খবর