সোমবার থেকে হাওড়া ডিভিশনে ট্রেনে হকারি বন্ধ! রেলের কড়া নির্দেশিকায় বিপাকে হকাররা

বাংলা হান্ট ডেস্কঃ লোকাল ট্রেন হোক বা এক্সপ্রেস ট্রেন, তার ওপরেই নির্ভর করে চলে বহু মানুষের সংসার। শুধু রেলকর্মী বা আধিকারিক নয় বহু হকারের জীবনও নির্ভর করে রয়েছে ট্রেনের যাত্রীদের উপরেই। আর এবার বন্ধ হতে চলেছে তাদেরই রুটিরুজি। এমনটাই জানানো হলো হাওড়া আরপিএফের তরফে। সোমবার থেকে হাওড়া ডিভিশনের কোন ট্রেনে আর উঠতে পারবেন না হকাররা।

আরপিএফ সিনিয়র কমান্ড্যান্ট তরফে প্রতিটি পোস্টের অফিসারকে দেওয়া হয়েছে এই নির্দেশ। সাথে সাথে এও জানানো হয়েছে চলন্ত ট্রেনে হকার উঠলেই দায়ী করা হবে সংশ্লিষ্ট পোস্টের অফিসারকে। ধরে নেওয়া হবে এই ঘটনায় হাত রয়েছে ওই আধিকারিকেরও। এ প্রসঙ্গে বলতে গিয়ে হাওড়ার সিনিয়র ডিএসসি অজয়প্রকাশ দুবে বলেন, রেল বোর্ডের নিয়ম রয়েছে রেলে কেউ হকারি করতে পারবে না। ইদানিং রেলের যাত্রীরাও এ বিষয়ে অভিযোগ করতে শুরু করেছেন। আর সেই কারণেই হকারদের সরানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৭ আগস্ট ব্যান্ডেল থেকে আরপিএফের একটি বিশেষ দল ঘটনায় রেল হকারদের ধরতে শুরু করে। বৈঁচি গ্রামের পৌঁছাতে না পৌঁছাতেই হকারদের সঙ্গে রীতিমতো খন্ড যুদ্ধ বেধে যায় দলটির। কিছু হকার আরপিএফ অফিসারদের ওপর আক্রমণ চালায় বলে অভিযোগ ওঠে। ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হলেও পরে অবশ্য জামিনে মুক্তি পেয়ে যান তারা। এই ঘটনার পরেই আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে আরপিএফ।

IMG 20210821 215930

অনেক রেল আধিকারিকরাই মনে করছেন অতি সক্রিয়তা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলবে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কিল মারার গোঁসাই আরপিএফের এই নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব। এর জন্য হকার নেতাদের সঙ্গে বসে নীতি নির্ধারণ করে আন্দোলনকে গণ-আন্দোলনের রূপ দেওয়া হবে। হাজার হাজার হকার লকডাউনের কোপে পড়ে এমনিতেই অসহায় পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। তার উপর এই ‘ফতোয়া’ কখনওই মেনে নেওয়া যাবে না।’’

 


Abhirup Das

সম্পর্কিত খবর