ফেসবুক খুললেই মারতে হবে চড়, ঘণ্টায় ৫৯৫ টাকা বেতন! ভারতীয় ব্যবসায়ীর কাণ্ডে অবাক খোদ ইলন মাস্ক

বাংলাহান্ট ডেস্কঃ বস কম্পিউটারে ফেসবুক খুললেই, তাঁকে সপাটে চড় মারেন মহিলা কর্মচারী। আর এই কাজের জন্য ঘন্টা প্রতি তিনি বেতন পান ৫৯৫ টাকা। নিজের এই অভিনব অভিজ্ঞতার কথা শেয়ার করতেই, বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্কের (elon musk) নজরে পড়লেন পাভলোকের প্রতিষ্ঠাতা মনীশ শেঠি (maneesh sethi)।

বিষয়টা হল, বর্তমান দিনে কম্পিউটারে কাজের যুগে ব্যস্তাতার ফাঁকে সকলেই একটু আরামের সময় খুঁজে নেনে। এর জন্য কেউ বেছে নেন গেম, কেউ বা আবার ফেসবুক। ঠিক এরকমই স্বভাব ছিল পরিধানযোগ্য ডিভাইস ব্র্যান্ড পাভলোকের প্রতিষ্ঠাতা মনীশ শেঠির। কাজের প্রয়োজনে ল্যাপটপে ইন্টারনেট চালু করতেই প্রথমে চোখ চলে যেত ফেসবুকের দিকে। আর সেখানেই চলে যেত অনেকটা সময়।

এই কারণেই ২০১২ সালে কর্মসংস্থানের জন্য এক অভিনব বিজ্ঞাপন দিয়েছিলেন মনীশ শেঠি। বিজ্ঞাপনের বিষয়বস্তু ছিল, ‘কাজের ফাঁকে আমি সময় নষ্ট করলে, আমার উপর চিৎকার, প্রয়োজনে মারতেই হবে চড়-থাপ্পড়’। আর এই অদ্ভুত বিজ্ঞাপনের পরবর্তীতে ব্যাপক সাড়াও পেয়েছিলেন তিনি।

এরপর একটি মহিলাকে সেই পদে নিযুক্তও করেন তিনি। ওই মহিলার কাজ, যখনই মনীশ ল্যাপটপে কাজ করবেন, তখনই তাঁর পাশে বসে কম্পিউটার স্ক্রিনে চোখ রাখতে হবে। আর যদি কখনও কোন ট্যাবে ফেসবুক দেখা যায়, তাহলে সপাটে চড় মারতে হবে বসকে।

ওই মহিলাকে কাজে নিযুক্ত করার পর থেকে তাঁর আর সময় নষ্ট হচ্ছে না বলেই জানান মনীশ শেঠি। মার খাওয়ার ভয়ে ফেসবুক নয়, মন দিয়ে কাজটাই করছেন তিনি। এই অভিজ্ঞতার কথা শেয়ার করতেই নজরে আসেন টেসলা-স্পেসএক্স-এর কর্ণধার, বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্কের। ট্যুইটারে দুটি ‘ফায়ার’ ইমোজি দিয়ে তাঁর প্রশংসাও করেন ইলন মাস্ক।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর