পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ পেতেই গেরুয়া শিবিরে বিক্ষোভের সুর, অস্বস্তিতে বিজেপি

বাংলাহান্ট ডেস্কঃ প্রার্থী তালিকা প্রকাশ হতে না হতেই বিক্ষোভের জন্ম নেয় বিজেপির (bjp) অন্দরে। কেউ পাননি পছন্দসই কেন্দ্র, আবার কেউ টিকিটই পাননি। এই নিয়ে রাজ্য দফতরে গিয়ে বিক্ষোভও দেখিয়েছেন বেশ কিছুজন বিজেপি সদস্য। যা নিয়ে বর্তমান সময়ে কিছুটা অস্বস্তির মধ্যে রয়েছে গেরুয়া শিবির।

সূত্রের খবর, কলকাতা পুরসভার ৮৭ নম্বর ওয়ার্ডটি এবার মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ায়, এই ওয়ার্ডের মনোনিত প্রার্থী নিয়ে নানা সমস্যা দেখা দিয়েছে।  মহিলা সংরক্ষিত হওয়ায় সেখানকার বিদায়ী বিজেপি কাউন্সিলর সুব্রত ঘোষ টিকিট তো পানইনি, উলটে তাঁর পছন্দসই ব্যক্তিকেও টিকিট দেয়নি দল। যার ফলে দলের বিরুদ্ধে কিছুটা ক্ষোভ জন্মেছে সুব্রত ঘোষের মনে।

vbbvbdbk

আবার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তিস্তা দাস বিশ্বাসের স্বামী গৌরব বিশ্বাস টিকিট পাওয়ার প্রত্যাশা করলেও, তাঁকে বাদ দিয়ে রাজর্ষি লাহিড়ীকে প্রার্থী করা হয়। তিস্তা দাস বিশ্বাস দুর্ঘটনায় প্রাণ হারানোর পর স্বামী গৌরব বিশ্বাসই সেখানে বিজেপির নেতা কর্মীদের কাছের হয়ে উঠেছিলেন। কিন্তু টিকিট না দেওয়ায় কিছুটা ক্ষিপ্ত হয়েছেন গৌরব বিশ্বাস।

বিজেপির টিকিট না পেয়ে নির্দল প্রার্থীর হয়ে নির্বাচনে অংশ নেন গৌরব বিশ্বাস। তাঁর দাবী, ‘৮৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী করা হয়েছে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র সৌরভ বসুকে। তাই এখানে তাঁকে জেতানোর জন্য দলের কেউ সেদিকেই বেশি সক্রিয় থাকার কারণ আমার বদলে অন্য কাউকে প্রার্থী করা হয়েছে’।

এবিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানান, ‘গৌরবের পারিবারিক জীবনে বিপর্যয় হওয়ার কারণে আমরাও সমব্যথী। তবে উনি হয়ত একটু বেশি অনুভূতিপ্রবণ হয়ে পড়েছে। তবে আশা করছি ভোট চলাকালীন সবকিছু ঠিক হয়ে যাবে’।

Smita Hari

সম্পর্কিত খবর