বাঁকুড়ার সোনামুখিতে পুকুরে জাল ফেলতেই উঠে এল ময়াল, ছেড়ে দেওয়া হল পাশের বনে

বাংলাহান্ট ডেস্কঃ করোনার জন্য মানুষ যত বেশি করে ঘরে থাকা শুরু করেছে বন্যপ্রাণীরাও তত বেশি করে স্বাধীনতার স্বাদ নেওয়ার চেষ্টা করছে। হরিণ ও ময়ূরের পরে এবার বাঁকুড়ার (Bankura) সোনামুখি ব্লকের তিউরা (Tiura) গ্রামে মাছ ধরার জালে ধরা পড়ল বিশাল বড় মাপের একটি ময়াল। পুকুরে এত বড় সাপ দেখার পরে এলাকার লোকজন শঙ্কিত।

রবিবার বিকালে সোনামুখির তিউরা গ্রামের পাশে একটি পুকুরে মাছ ধরছিলেন গ্রামেই কয়েক জন যুবক। সেই সময় মাছ ধরার জালে জড়িয়ে যায় ওই ময়ালটি। এলাকার লোকজনের দাবি ময়ালটির দৈর্ঘ্য প্রায় সাত ফুট। সেটিকে স্থানীয়রা জাল সহ নিয়ে যান গ্রাম লাগোয়া বনের ধারে। পরে সেখানে ময়াল সাপটিকে ছেড়ে দেওয়া হয়। সোনামুখির রেঞ্জার দয়াল চক্রবর্তী (Dayal Chakraborty) সোমবার সকালে জানিয়েছেন ময়াল ধরা পড়ার ব্যাপারে কেউ বন দফতরে কোনও খবর দেয়নি। তবে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।

moyal

লকডাউন (lockdown) চলাকালীন বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গা থেকে লোকালয়ে বন্যপ্রাণী চলে আসার খবর পাওয়া গেছে। সম্প্রতি শালতোড়ায় একটি হরিণ ঢুকে পড়ে লোকালয়ে। এর আগে বেলিয়াতোড়, সারেঙ্গা প্রভৃতি জায়গাতেও হরিণ বেরিয়েছে। সব মিলিয়ে দেড় মাসের কম সময়ে চারটি হরিণ লোকালয়ে ঢুকে পড়েছে। একটি হরিণ আবার কুকুরের তাড়া খেয়ে পুকুরে নেমে পড়ে। তার শরীরে ক্ষত তৈরি হয়েছিল। বন দফতর সেই হরিণটিকে উদ্ধার করে চিকিৎসা করে। সম্প্রতি পাত্রসায়রে একটি গ্রামের ভিতরে চলে এসেছিল ময়ূর।

সম্পর্কিত খবর