ফল প্রকাশ হতে না হতেই বাংলা ফিরল বাংলাতেই, রাজনৈতিক হিংসায় সরগরম রাজ্য

বাংলা হান্ট ডেস্ক: ফল প্রকাশ শেষ হতে না হতেই বাংলা ফিরল বাংলাতেই।আরামবাগের মায়াপুরে বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটল।অভিযোগের তির তৃণমূলের দিকে।যদিও তৃণমূলের তরফ থেকে ব্যাপারটা পুরো অস্বীকার করা হয়েছে। ঘাসফুল শিবিরের তরফ থেকে জানানো হয়েছে মানুষের ক্ষোভের প্রকাশের কারণে এই অবস্থা বিজেপির।

আরামবাগে লড়াইটা ছিল বিজেপি থেকে তৃণমূলে আসা সুজাতা মণ্ডল খাঁ-র সঙ্গে গেরুয়া শিবিরের মদুসূধন বাগের।লড়াইয়ের ফল ঘোষণা হতে না হতেই এই ঘটনা ঘটে যায়।আগামী দিনে পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার পরিমাণ আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

এ কথা সত্য, যে কোনও গোষ্ঠীজীবনে সংঘাত ও হিংসা অনিবার্য। ব্যক্তি বনাম ব্যক্তি, ব্যক্তি বনাম গোষ্ঠী, গোষ্ঠী বনাম গোষ্ঠী, সম্প্রদায় বনাম সম্প্রদায়, জাতি বনাম জাতি— এ সব নানা ভাবে হিংসার বহিঃপ্রকাশ। এই সব দ্বন্দ্ব নিরসন করতে গিয়ে রাষ্ট্রর হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়, নিরঙ্কুশ ক্ষমতা। এই মনোভাবের মধ্যেই আছে হিংসার সবথেকে বড় সম্ভাবনাময় উত্‌স। এখানে সিপিএম, তৃণমূল এ সবই হয়ে যায় ক্ষুদ্র পরিচয়। বামপন্থীরাও হিংসাকে রাজনৈতিক অনুশীলন ও সংস্কৃতির অঙ্গ করে তুলেছেন। আজ তৃণমূল কংগ্রেস ক্ষমতাসীন বটে, কিন্তু সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বিদ্যমান।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর