বাংলাহান্ট ডেস্কঃ হায়দ্রাবাদের নাম বদলের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (yogi adityanath) কড়া ভাষায় আক্রমণ করলেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (asadduddin owaisi)। মুখ্যমন্ত্রী যোগীকে তোপ দেগে বললেন, ‘হায়দ্রাবাদের নয়, আপনার নাম পরিবর্তন হবে’।
হায়দ্রাবাদে বিজেপির প্রচারে যোগী আদিত্যনাথ
বিহার নির্বাচনে অভূতপূর্ব সাফল্য লাভের পর হায়দ্রাবাদ নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে বিজেপি শিবির। ওই অঞ্চলে গেরুয়া প্রাধান্য আনতে কোমর বেঁধে লেগে পড়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আসাদউদ্দিন ওয়েইসির গড় হায়দ্রাবাদে গিয়ে এমনকি নির্বাচনী প্রচারসভাও করে এলেন যোগী আদিত্যনাথ। পূর্বেই হায়দ্রাবাদের মানুষকে বিজেপির ধর্মে দীক্ষিত করতে সেখানে প্রচারে গিয়েছিলেন অমিত শাহ, জেপি নাড্ডারাও। শেষে গেলেন যোগী আদিত্যনাথ।
নাম পরিবর্তিত হতে পারে হায়দ্রাবাদের
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ লাভ করার পর থেকে বেশ কয়েকটি জায়গার নাম পরিবর্তন করেছে যোগী সরকার। উত্তরপ্রদেশের এলাহাবাদ, ফৈজাবাদের নাম পরিবর্তন করে এবার হায়দ্রাবাদের নাম পরিবর্তন করার ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ। আগামী ১ লা ডিসেম্বর হায়দরবাদ পুরনিগমের নির্বাচন। সেই নির্বাচনী প্রচারে গিয়েই হায়দ্রাবাদের নাম পরিবর্তনের কথা বললেন যোগী আদিত্যনাথ।
যোগী আদিত্যনাথ শনিবার নির্বাচনী প্রচারে হায়দ্রাবাদের নাম পরিবর্তনের বিষয়ে মন্তব্য করেন, ‘হায়দ্রাবাদের নাম পরিবর্তন করে ‘ভাগ্যনগর’ করার বিষয়ে আমাকে বেশ কয়েকজন প্রস্তাব দিয়েছিলেন। তো আমিও ভেবে দেখলাম, এটা করা যেতেই পারে’।
পাল্টা দিলেন আসাদউদ্দিন ওয়েইসি
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই বক্তব্যের পাল্টা দিয়ে AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি আক্রমণ করে বললেন, ‘হায়দ্রাবাদের নয়, আপনার নাম পরিবর্তন করা হবে। সব জায়গার নাম বদলে দিতে চায় ওঁরা’। প্রসঙ্গত, হায়দ্রাবাদে যোগী আদিত্যনাথের রোড শো চলাকালীন, এলাকাবাসীরা তাদের ছাদ থেকে যোগীর গাড়ির উপর পুস্প বৃষ্টিও করেছিলেন।