‘আমাদের গরু বানিয়ে মালাই খেয়েছেন, আমার কিছুই পাইনি’-মমতাকে আক্রমণ ওয়াইসির

বাংলাহান্ট ডেস্কঃ সংখ্যালঘু ভোটকে ইস্যু করে তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জিকে (mamata banerjee) আক্রমণ করলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)। একদিকে যখন সংখ্যালঘু ভোট নিয়ে এবারের নির্বাচনে তৃণমূল এবং ISF-এর মধ্যে মৈখিক দ্বন্ধ চলছে, তখন সেই আগুনে ঘি ঢাললেন আসাদউদ্দিন ওয়াইসি।

এতদিন ধরে নির্বাচনে সংখ্যালঘু ভোটের একটা বিরাট অংশের ভোট পেত তৃণমূল শিবির। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে ISF মাথাচাড়া দেওয়ায় সংখ্যালঘু ভোট ভাগ হওয়ার একটা আশঙ্কা রয়েছে। সংখ্যালঘু ভোটারদের নিজের দিকে টানতে একদিকে যেমন তৃণমূল কোন খামতি রাখছে না, তেমনই অন্যদিকে ISF প্রধান আব্বাস উদ্দিনও সব সম্প্রদায়ের ভোট পেতে বদ্ধ পরিকর।

Asaduddin Owaisi TW 1579431006

গত লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বলেছিলেন, ‘যে গরু দুধ দিচ্ছে, মাঝে মধ্যে তাঁর লাথিও খেতে হয়’। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নানা তর্জা চলার পর এবার এই বিষয়কে ইস্যুকে করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন আসাদউদ্দিন ওয়াইসি।।

মুশির্দাবাদের এক সভা থেকে আক্রমণের সুরে তিনি বলেন, ‘একদিকে দেশের প্রধানমন্ত্রী বলছেন হিন্দু জাতীয়তাবাদ এবং অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী নিজেকে হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে বলছেন। এসবের মধ্যে আমাদের কি হবে? বিজেপির বিরোধিতায় দ্বিচারিতা করছে তৃণমূল’।

তিনি আরও বলেন, ‘সংসদে যখন CAB নিয়ে ভোটাভুটি চলছে, তখন আমি প্রধানমন্ত্রীর সামনেই কাগজ ছিঁড়ে ফেলেছিলাম। কিন্তু সেদিনে সেখানে তৃণমূলের ৮ সাংসদ উপস্থিত ছিলেনই না। দিদি এখানে একরকম বলেন, আর দিল্লীতে অন্যরকম হয়ে যান। আমাদেরকে গরু বানিয়েই নিজেই দুধ, মালাই সব খেয়েছেন, আর আমরা কিছুই পাইনি’।


Smita Hari

সম্পর্কিত খবর