বাংলার মানুষদের প্রাপ্য অধিকার পাইয়ে দেবঃ মমতাকে নিশানা ওয়েসির

বাংলাহান্ট ডেস্কঃ একুশের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ পেতেই শাসক দল তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপি কোমর বেঁধে নির্বাচনী প্রচারে নেমে পড়েছে। একুশের ‘প্রেস্টিজ ফাইট’কে পাখির চোখ করে মোদী ক্যাবিনেট একরকম এখন বাংলায়। নিয়মিত এ রাজ্যে জনসভা করে চলেছেন বিজেপির প্রধান তিন নেতা মোদী-শাহ-নাড্ডা। আর সেই সব সভা থেকে তৃণমূল সরকারকে একেরপর এক দুর্নীতির অভিযোগে আক্রমণ শানিয়ে যাচ্ছেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা।

এবার একে একে মাথা চড়া দিয়ে উঠছে অন্যান্য রাজনৈতিক দলগুলি। এদিন বঙ্গে এসে সেই দুর্নীতির অভিযোগে খোঁচা দিলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েসি (Asaduddin Owaisi)। মালদার  (Maldah) জনসভা থেকে তিনি মমতাকে নিশানা করে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় রেগে গিয়ে বলেন আমি বিজেপির থেকে টাকা নিয়েছি, এখন আমি বলি, যদি তেমন টা হয়, তৃণমূল যদি প্রমাণ করতে পারে আমি বিজেপির থেকে টাকা নিয়েছি তাহলে তার থেকে ৯৯ শতাংশ টাকা আপনার ভাইপো অদিয়ে দেব।’ ঠিক এই এভাবেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হলেন তিনি।

Asaduddin Owaisi, Mamata Banerjee

এদিন তিনি আরও বলেন, যতদিন বেঁচে থাকব, বাংলায় আসব, আর বাংলার গরিব মানুষদের প্রাপ্য অধিকার পাইয়ে দেব। এর আগে বৃহস্পতিবার মালদার মালতিপুরে জনসভা করেছিলেন AIMIM সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসি। সেখান থেকে মোদী-মমতাকে ভাই-বোন আক্রমণ শানিয়ে ছিলেন তিনি। এমনকি বিজেপির সঙ্গে মমতার আঁতাত রয়েছে বলেও দাবি করেছিলেন তিনি।

ওয়েসির আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জামানায় বাংলায় দুর্নীতি চরমে পৌঁছেছে। মুসলিম সম্প্রদায়ের কোনও কল্যাণ করেননি তৃণমূল সুপ্রিমো। বরং মুসলিমদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছেন তিনি। এদিন AIMIM প্রার্থীর সমর্থনে প্রচারে এসে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন ‘২০০২ সালে গুজরাত দাঙ্গার সময় কেন চুপ ছিলেন তৃণমূল সুপ্রিমো ? এরপর ২০০৪ সালে কেন বিজেপির সাথে জোট সরকারে সামিল হয়েছিলেন তিনি ?’ এদিন এমনই প্রশ্ন তুলে তৃণমূল-বিজেপি (TMC & BJP) আঁতাতের দাবি তুলে সরব হন তিনি।

সম্পর্কিত খবর