বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, জ্ঞানবাপী মসজিদকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে দেশের রাজনীতি। জ্ঞানবাপী মসজিদের স্থানটি আসলে অতীতে হিন্দুদের জায়গা ছিলো বলেই দাবি করে হিন্দু সংগঠন আর এর ঠিকপরেই আদালত দ্বারা মসজিদের ভিতর পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়। এর মাঝেই, এদিন মসজিদের কুয়োর মধ্যে শিবলিঙ্গ পাওয়া যায় বলে দাবি করে হিন্দু পক্ষের উকিল। পরবর্তীতে, পুরো জায়গাটি সিল করা হয়। এবার পুরো ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।
উল্লেখ্য, সম্প্রতি হিন্দু সংগঠন দাবি করে যে, মসজিদের উৎপত্তিস্থলের মাটি আসলে অতীতে হিন্দুদেরই জায়গা ছিলো। ফলে তারা সেই জায়গা হিন্দুদের ফিরিয়ে দেওয়ার জন্য আদালতে আবেদন করে। সেই দাবি তুলেই আদালতে মামলা দায়ের করা হয়।
এরপর আদালত দ্বারা মসজিদের ভিতর পরীক্ষা-নিরীক্ষা চালানোর নির্দেশ দেওয়া হয়। শনি ও রবিবার দুদিন শেষে এদিন পুনরায় একবার কাজ শুরু হয় আর সকলকে চমকে দিয়ে হিন্দু পক্ষের উকিল দাবি করেন যে, মসজিদে একটি কুয়োর ভিতর শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে। এরপরেই, পুরো জায়গাটি সিল করা হয় বলে খবর।
This is a textbook repeat of December 1949 in Babri Masjid. This order itself changes the religious nature of the masjid. This is a violation of 1991 Act. This was my apprehension and it has come true. Gyanvapi Masjid was & will remain a masjid till judgement day inshallah https://t.co/8r4051ktkw
— Asaduddin Owaisi (@asadowaisi) May 16, 2022
এদিন সেই প্রসঙ্গে মুখ খুললেন আসাদউদ্দিন ওয়াইসি। এর আগেও তিনি বলেছিলেন যে, জ্ঞানবাপী মসজিদকে তিনি দ্বিতীয় বাবরি মসজিদ হতে দেবেন না। এবার তিনি বললেন, “এটি 1949 সালের ডিসেম্বরের বাবরি মসজিদের পুনরাবৃত্তি। এই আদেশ মসজিদের প্রকৃতি পরিবর্তন করে। এটি 1991 আইনের লঙ্ঘন। তবে আমি বলবো, জ্ঞানবাপী পূর্বেও মসজিদ ছিলো এবং পৃথিবী ধ্বংস হওয়ার আগের মুহূর্ত অব্দি মসজিদই থাকবে।”
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…