গান্ধী পরিবারের গোলামি করা ছাড়ুক মুসলিম নেতারা, বিস্ফোরক মন্তব্য AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসির

বাংলা হান্ট ডেস্কঃ কংগ্রেসের বিবাদে এবার সরাসরি নামলেন মিম (All India Majlis-e-Ittehadul Muslimeen) সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) দলের সভাপতির পদ ছাড়ার কথা বলার পর কংগ্রেসে তোলপাড় সৃষ্টি হয়েছে। সুত্র অনুযায়ী, কেরলের ওয়ানাড থেকে কংগ্রেসের সাংসদ তথা প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi) এই মুহূর্তে সোনিয়া গান্ধীকে চিঠি লেখা নিয়ে প্রশ্ন খাড়া করেছেন। উনি এও বলেছেন যে, যারা এই কাজ করেছে তাঁরা নিশ্চই বিজেপির সাথে যুক্ত। সোনিয়া গান্ধীকে চিঠি লেখা ২৩ নেতার মধ্যে গুলাম নবী আজাদের নামও আছে।

ghulam nabi azad 1598255477

গুলাম নবী আজাদ রাহুল গান্ধীর এই মন্তব্য নিয়ে আপত্তি জাহির করেছে। আজাদ বলেছেন, ‘এটা সবথেকে দুর্ভাগ্যপূর্ণ ব্যাপার। আমাদেরই লোক এখন বলছে যে, এই চিঠি বিজেপির ইশারাতে পাঠানো হয়েছে।” এছাড়াও কপিল সিব্বালও এই তালিকায় ছিলেন, তিনি প্রথমে রাহুল গান্ধীর মন্তব্যে আপত্তি জাহির করলেও। পরে জানান যে, রাহুল গান্ধী এরকম কোন মন্তব্য করেন নি।

গুলাম নবী আজাদকে এভাবে অপমান করার জন্য আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘গুলাম নবী আজাদ আমাদের বিজেপির B টিম বলত। এবার ওনার দলেরই প্রাক্তন সভাপতি ওনাকে বিজেপির এজেন্ট বলছেন। কংগ্রেসে নিজের সময় নষ্ট না করে মুসলিম নেতাদের আরও একবার ভাবা উচিৎ। তাঁদের চিন্তা করা উচিৎ যে, তাঁরা আর কতদিন কংগ্রেসের নেতৃত্বের গোলামি করবে।”

শোনা যাচ্ছে যে, CWC এর বৈঠকে রাহুল গান্ধী বলেছেন যে, যখন সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি ছিলেন আর রাজস্থান সরকার সঙ্কটে পড়েছিল তখন এই চিঠি লেখার মানে কি? এর সোজাসুজি লাভ বিজেপি উপভোগ করবে।


Koushik Dutta

সম্পর্কিত খবর