‘এই ঘৃণা হিন্দুত্বের অবদান”, ভাগবতের বয়ানের পর বিস্ফোরক ওয়াইসি-দিগ্বিজয়

বাংলা হান্ট ডেস্কঃ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত দ্বারা হিন্দু আর লিঞ্চিং নিয়ে দেওয়া বয়ানের পর নতুন করে বিতর্ক ছড়িয়েছে। AIMIM প্রধান তথা হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি সোমবার সকালে মোহন ভাগবতের বয়ানের প্রতিক্রিয়া দেন। তিনি টুইট করে লেখেন, হিন্দুত্বরাই ঘৃণা ছড়িয়েছে। আর সেই অপরাধীদের হিন্দুত্ববাদী সরকার আশ্রয় দিচ্ছে।

ওয়াইসি একের পর এক টুইট করে লেখেন, RSS-এর মোহন ভাগবত বলেছেন লিঞ্চিং যারা করে তাঁরা হিন্দুত্ব বিরোধী। এই অপরাধী আর গরু-মোষের মধ্যে কোনও পার্থক্য নেই, কিন্তু খুনের জন্য জুনেইদ, আখলাখ, পেহলু, আলিমুদ্দিন-এর নামই যথেষ্ট। ওয়াইসি লেখেন, ঘৃণা হিন্দুত্বের দান, সেই অপরাধীদের হিন্দুত্ববাদী সরকার আশ্রয় দেয়। কেন্দ্রীয় মন্ত্রী আলিমুদ্দিনের খুনিদের গোলাপ ফুল দেন, আখলাখের খুনির মরদেহতে তেরঙ্গা দেওয়া হয়।

আসাদউদ্দিন ওয়াইসি আরও লেখেন, আসিফের আসিফাদের খুনিদের সমর্থনে মহাপঞ্চায়েত ডাকা হয়, যেখানে বিজেপির মুখপাত্র সেখানে জিজ্ঞাসা করেন, ‘আমরা কি খুন করতে পারব না?” ঘৃণা, হিংসা আর খুন করা গডসের হিন্দুত্ববাদী ধারণার অটুট অংশ, মুসলিমদের লিঞ্চিং সেই ধারণারই অংশ।

মোহন ভাগবতের বয়ানের পর কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংও মন্তব্য করেন। কংগ্রেস নেতা টুইট করে লেখেন, মোহন ভাগবতজি আপনার এই বিচার কি আপনি আপনার শিষ্য, বিশ্বহিন্দু পরিষদ, বজংর দলের কর্মীদেরও দেবেন? আপনি কি এই শিক্ষা মোদী-শাহ এবং বিজেপির মুখ্যমন্ত্রীদেরও দেবেন? যদি আপনি নিজের বয়ানের প্রতি ইমানদার থাকেন, তাহলে বিজেপির যেসব নেতা নির্দোষ মুসলিমদের প্রতারিত করেছে, তাঁদের তৎকাল পদ থেকে হটানোর নির্দেশ দিন।

দিগ্বিজয় সিং লেখেন, শুভারম্ভ নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথকে দিয়েই করুন। আমি জানি আপনি করবেন না, কারণ আপনার বলা আর করার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আপনি ঠিক বলেছেন, প্রথমে আমরা ভারতীয়। কিন্তু এই কথা আপনি আপনার শিষ্য আগে বোঝান। ওঁরা আমাকে অনেকবার পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর