ভোট শেষ হলেই শাহিনবাগে নরসংহার চালাবে বিজেপি! আশঙ্কা জাহির করলেন আসাদউদ্দিন ওয়াইসি

বাংলা হান্ট ডেস্কঃ অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) এর প্রধান তথা হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) বুধবার আশঙ্কা জাহির করে বলেন যে, ভোটপর্ব শেষ হলেই বিজেপি (BJP) শাহিনবাগকে (Shaheen bagh) জালিওয়ানাবাগ বানিয়ে দেবে। শাহিনবাগে নাগরিকতা সংশোধন আইনের বিরুদ্ধে প্রায় দুই মাস ধরে ধরনা প্রদর্শন চলছে।

বুধবার সংসদের অধিবেশনে অংশ নেওয়ার পর ওয়াইসি মিডিয়ার প্রশ্নের উত্তর বলেন, দিল্লীতে ৮ ফেব্রুয়ারি ভোটদান আছে। এরপর বিজেপি শাহিনবাগে গুলি চালাবে। ওঁরা শাহিনবাগকে জালিওয়ানাবাগে বদলে দেবে। বিজেপির এক মন্ত্রী সেখানে গুলি চালানোর স্লোগানও দেওয়া করিয়েছে। এরজন্য সরকারের উচিৎ এই মামলায় জবাব দেওয়া।

ওয়াইসির ইশারা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের দিকে ছিল। সম্প্রতি দিল্লীর নির্বাচনী প্রচারে বেরিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর শাহিন বাগের বিরুদ্ধে স্লোগান দেওয়া করিয়ে শাহিনবাগকে দিল্লীর রাজনীতির কেন্দ্র বানিয়ে দেন। AIMIM নেতা ওয়াইসি বলেন, সরকারের স্পষ্ট করা উচিৎ যে কে হিংসা ছড়াচ্ছে এবার?

সিএএ এর বিরুদ্ধে শাহিনবাগে চলা দীর্ঘদিন ধরে প্রদর্শনের কারণে দিল্লী-নয়ডা মার্গ বন্ধ। আর সেই কারণে বিজেপির নেতারাও আক্রমনাত্বক রুপ ধারণ করেছে। অনুরাগ ঠাকুর ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, সাংসদ প্রবেশ বর্মা, কপিল মিশ্রা, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই প্রদর্শন নিয়ে প্রশ্ন তুলেছেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর