বাংলা হান্ট ডেস্কঃ কর্ণাটকে হিজাব নিয়ে চলমান বিতর্কের মধ্যে AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে উপযুক্ত জবাব দিয়েছেন। বলে দিই, কুরেশি হিজাব বিতর্কে ভারতকে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছিলেন। উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য একটি সমাবেশে ভাষণ দিয়ে ওয়াইসি প্রতিবেশীদের নিজেদের কাজে মনোযোগ করার পরামর্শ দেন।
ওয়াইসি বলেন, যে দেশ মালালাকে রক্ষা করতে পারেনি সে দেশের মেয়েদের শিক্ষা নিয়ে ভারতকে পরামর্শ দেওয়া উচিত নয়। ওয়াইসি বলেন, পাকিস্তানের উচিত নয় ভারতের মেয়েদের শিক্ষা নিয়ে বড়বড় কথা বলা। পাকিস্তানেই গুলিবিদ্ধ হয়েছিলেন মালালা। তারা নিজেরাই মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে এখন ভারতে পরামর্শ দিচ্ছে।
ওয়াইসির বিবৃতি পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সেই টুইটের পরে এসেছে, যেখানে কুরেশি বলেছিলেন যে, ভারত মুসলিম মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিত করে তাদের মানবাধিকার লঙ্ঘন করছে। কুরেশি একটি টুইটে বলেছিলেন, “মুসলিম মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিত করা মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। এই মৌলিক অধিকার থেকে কাউকে বঞ্চিত করা এবং হিজাব পরার জন্য তাদের আতঙ্কিত করা একেবারেই দমনমূলক। বিশ্বের বুঝতে হবে যে এটি মুসলমানদের কোণঠাসা করার ভারতের রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ।”
কুরেশির এই টুইটে AIMIM প্রধান বলেছেন যে, কর্ণাটক হিজাব বিতর্ক ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং অন্যদের এতে হস্তক্ষেপ করা উচিত নয়। ওয়াইসি বলেন, পাকিস্তানকে তাদের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে চিন্তা করা উচিত, তাদের আমাদের বিষয়ে নাক গলানোর করার দরকার নেই।