ওয়াইসিকে বিশ্বাস করেন না তাঁর স্ত্রী, গুলি চালানোর ঘটনাকে বলেছিলেন ‘নতুন গল্প”

বাংলা হান্ট ডেস্কঃ AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) বৃহস্পতিবার রাতে তার স্ত্রীকে ডিনারে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেদিন সন্ধ্যায় মিরাট থেকে ফেরার সময় তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। হামলার পর স্ত্রীকে বিষয়টি জানান ওয়াইসি। এর পরে তার স্ত্রী বলেন যে, ‘আপনি ডিনারে যেতে চান না, তাই একটি নতুন গল্প করছেন।” তখন ওয়াইসি তার স্ত্রীকে টিভি দেখতে বলেন।

ওয়াইসি যখন মিরাট থেকে দিল্লি যাচ্ছিলেন, তখন মিরাটের টোল গেটের কাছে ওয়াইসির গাড়িতে গুলি চালানো হয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ওয়াইসির স্ত্রী ও মেয়ে ওই সময় দিল্লিতে ছিলেন। বর্তমানে প্রচারে ব্যস্ত হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। রিপোর্ট মতে, তিনি তার স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচনী প্রচার থেকে ফিরে আসার পরে, তাকে রাতের খাবারের জন্য নিয়ে যাবেন।

হামলার পর বাড়ি ফিরে তিনি দেখেন তার স্ত্রী ডিনারে যাওয়ার জন্য প্রস্তুত। গুলি চালানোর পরে সমস্যায় থাকা ওয়াইসি তার স্ত্রীকে গোটা ঘটনার কথা জানান। রিপোর্ট অনুযায়ী, ওয়াইসির স্ত্রী তাঁর স্বামীর কথা বিশ্বাস করতে পারছিলেন না। তিনি ভেবেছিলেন যে, ওয়াইসি ডিনারে যাওয়া এড়াতে গল্পটি তৈরি করছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ওয়াইসির স্ত্রী বলেছিলেন যে, তার স্বামী একটি ‘নতুন গল্প’ তৈরি করছেন।

গুলি চালানোর ঘটনায় স্ত্রীকে বিশ্বাস না করতে দেখে ওয়াইসি তাকে টিভি চালু করে দেখতে বলেন। এদিকে ওয়াইসির মেয়ে তার মাকে ফোন করে গুলি চালানোর ঘটনা এবং তার বাবার সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন ওয়াইসির স্ত্রী বুঝতে পারলেন, ওয়াইসি সত্য বলছেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর