বাংলা হান্ট ডেস্কঃ ১৪ দিনের জেল হেফাজতের শেষে বৃহস্পতিবার ফের আদালতে হাজিরা দিলেন তৃণমূলের (Trinamool) বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এদিন আসানসোল সিবিআই আদালতে (Asansol CBI Court) অনুব্রত মামলার শুনানি ছিল। প্রসঙ্গত, গত ৫ই জানুয়ারি শুনানি শেষে বিচারক কেষ্টকে ফের ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন। আজ সেই হেফাজত শেষ হতেই আদালতে পেশ করা হয় অনুব্রতকে। তবে সূত্রের খবর এদিন বিচারক নির্দেশ মত আপাতত শ্রীঘরেই থাকছেন তিঁনি।
সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের তরফে এদিন জামিনের জন্য আবেদন করা হয়নি। আধ ঘণ্টা ধরে বৃহস্পতিবার আসানসোল সিবিআই আদলতে মামলার শুনানি চলার পর আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে জেল হেফাজতের (Jail custody) নির্দেশ দিয়েছেন বিচারক। ইতিমধ্যে কেষ্টকে আসানসোল কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, এদিন বিচারকের হাতে বেশ কিছু নথিপত্র তুলে দেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। কিছুদিন আগে অনুব্রত গড়ের সিউড়িতে সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কে অভিযান চালিয়ে সিবিআই যে ১৭৭টি ভুয়ো অ্যাকাউন্ট তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছিল, সেসব নথিই সেই এদিন বিচারকের কাছে পেশ করা হয় বলে সূত্রের খবর।
পূর্বে গত ৫ই জানুয়ারি যখন তাঁকে আদালতে পেশ করা হয়েছিল তখনও জামিনের আবেদন করেননি অনুব্রত মণ্ডলের আইনজীবী। ৫ই জানুয়ারি বুধবার আসানসোল বিশেষ আদালতে বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে পেশ করা হয়েছিল অনুব্রতকে।