দিনেদুপুরে কুলটিতে শ্যুটআউট! অফিসে ঢুকে একের পর এক গুলিতে ঝাঁঝরা মাইক্রোফিনান্স সংস্থার কর্ণধার

বাংলা হান্ট ডেস্কঃ সামনেই লোকসভা ভোট। তার আগে রাজ্যে শ্যুটআউটের ঘটনা। ভরদুপুরে খুন মাইক্রো ফিন্যান্স সংস্থার মালিক। সোমবার আসানসোলের কুলটি থানার চিনাকুড়িতে ঘটনাটি (Asansol Kulti Shootout) ঘটেছে। চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। মৃতের নাম উমাশঙ্কর চৌহান, বয়স ৩৫।

অফিসের কর্মীরা জানিয়েছেন, রবিবার চেন্নাই থেকে আসানসোলে (Asansol) আসেন উমাশঙ্কর। নিয়মমাফিক সোমবার সকাল সকাল অফিসে চলে আসেন তিনি। কাজকর্ম করছিলেন প্রত্যেকে। আচমকাই হানা দেয় এক দুষ্কৃতি। গামছা দিয়ে মুখ ঢাকা দিয়ে অফিসে ঢোকেন এক ব্যক্তি। এরপরেই শুরু হয় দেদার গুলিবর্ষণ। ঘটনাস্থলেই প্রাণ হারান মাইক্রো ফিন্যান্স সংস্থার মালিক (Micro Finance Company Owner) উমাশঙ্কর।

রাজকুমার নামের অফিসের এক কর্মী বলেন, ‘অফিসে ঢুকে ওই ব্যক্তি বলেন রাহুল পাসোয়ান নামে একজনের টাকা জমা করতে এসেছে। তবে আমাদের মালিক জানান ওই নামে তিনি কাউকে চেনেন না। এরপর অফিস থেকে বেরিয়ে যায় সে। কিছুক্ষণ পর ফের অফিসে আসে সে। এরপর মালিককে লক্ষ্য করে পরপর ৪-৫টি গুলি চালায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই গা ঢাকা দেয় সে’।

আরও পড়ুনঃ হিন্দু সন্ন্যাসীদের নিশানা! বহরমপুরের ঘটনায় সরব বিজেপি, TMC-কে চরম আক্রমণ অমিত মালব্যর

প্রকাশ্য দিবালোকে এমন খুনের ঘটনায় নিমেষের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা যাচ্ছে, অফিসের কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রয়াত উমাশঙ্করের সঙ্গে টাকা পয়সা নিয়ে কারোর কোনও গণ্ডগোল ছিল কিনা সেই বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে বলে খবর।

asansol kulti shootout micro finance company owner killed

আগামী ১৩ মে চতুর্থ দফায় আসানসোলে ভোটগ্রহণ। লোকসভা নির্বাচন নিয়েই মেতে রয়েছেন আসানসোলবাসী। জোরকদমে চলছে ভোটপ্রচার । এসবের মাঝেই ভরদুপুরে শ্যুটআউটের ঘটনা। গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন এক ব্যবসায়ী। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। উমাশঙ্করকে কে খুন করল? কী কারণে খুন করল? এর নেপথ্যে কি পুরনো শত্রুতা নাকি রয়েছে অন্য কোনও গল্প? আপাতত এমনই নানান প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর