বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের চারটি পুরনিগমের ভোট গ্রহণ চলছে আজ। ৯০০০ পুলিশ বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে মোড়া থাকলেও একের পর এক অভিযোগ উঠে আসছে বিভিন্ন প্রান্ত থেকে। সকাল থেকেই দফায় দফায় জমা পড়ছে অভিযোগ -প্রতি অভিযোগ।
এদিন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে গৃহবন্দী করল পুলিশ। অভিযোগ ভোটের দিন সকাল থেকেই চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। তাঁকে রাজ্যপুলিশ সঙ্গে নিয়ে ঘোরার কথা বলে নোটিস দেওয়া হলে তা নিতে চাননি এই বিজেপি নেত্রী। এরপরই গৃহবন্দী করা হয় তাঁকে। অগ্নিমিত্রার অভিযোগ ইচ্ছে করেই পুলিশ আটকাতে চাইছে তাঁকে। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি যে কোনো জায়গাতেই ঘুরতে পারেন বলেও দাবি করেন তিনি। যদিও নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই সব কিছু করা হচ্ছে একথা সাফ জানানো হয়েছে পুলিশের তরফে।
অন্যদিকে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালী তিওয়ারিকে মারধরের অভিযোগ উঠেছে ২৭ নম্বর ওয়ার্ডে। সেখানে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও আনেন তিনি। ঘটনাস্থলে পালটা ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরাও। দুইপক্ষের এহেন বাদানুবাদে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
আসানসোলের ৫১ নম্বর ওয়ার্ডে পুলিশের গাড়িতে তৃণমূলের স্টিকার লাগানো থাকার অভিযোগ ওঠে। বহিরাগতদের নিয়ে ভোট করছে তৃণমূল। এই অভিযোগে প্রতিবাদ এবং বিক্ষোভ করতে গিয়ে গ্রেপ্তার ২০ এবং ২২ নম্বর ওয়ার্ডের দুই বিজেপি কর্মী। গ্রেপ্তার করা হয়েছে এই বিজেপি প্রার্থীর ছেলেকেও। রানিগঞ্জের ৯৩ নম্বর ওয়ার্ডেও বহিরাগত প্রসঙ্গ টানে বিরোধীরা। অভিযোগ সমস্ত ওয়ার্ডেই বহিরাগতদের দিয়ে জমায়েত করছে তৃণমূল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হটিয়ে দেন জমায়েত।
বাকি সমস্ত জায়গায় ভোট গ্রহন শুরু হলেও ইভিএম খারাপ থাকার কারণে ভোট গ্রহন শুরু হয়নি রানিগঞ্জ ৮৮ নম্বর ওয়ার্ডের ত্রিবেনীদেবী ভালোটিয়া কলেজের ৬ নম্বর বুথে। সকাল ৯টা অবধি আসানসোলে ভোট পড়েছে মোট ১৩.৫৭%।