‘অ্যাসবেসটস’ ঘরে বসবাসই বিহারে শিশু মৃত্যুর প্রধান কারণ’ : জানালেন চিকিৎসকরা

বাংলা হান্ট ডেস্ক: দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস)-এর চিকিৎসকরা একটি রিপোর্ট পেশ করে জানিয়েছে, ‘অ্যাসবেসটস’ ঘরে বসবাসের কারণেই বিহারে বাড়ছে এনসেফেলাইটিসের প্রকোপ! এবং এর কারণে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫০ এরও বেশি। জানা গেছে মুজাফফরপুর এ আক্রান্ত শিশুদের বাড়ি পরীক্ষা করে দেখে চিকিৎসকরা জানতে পেরেছেন, শিশুদের মৃত্যুর কারণ গুলির মধ্যে রয়েছে অপুষ্টি, অ্যাসবেসটসের ঘর ও প্রশাসনিক গাফিলতি ইত্যাদি।

4dba7 images 38

চিকিত্সক হরজিৎ সিং ভাট্টি জানান, শিশুদের জীবন সঙ্কটের প্রধান কারণ প্রচণ্ড গরম এবং অপুষ্টি। তিনি আরো জানিয়েছেন পর্যাপ্ত পরিমাণ রেশন না পাওয়ায় অপুষ্টিতে ভুগছে হচ্ছে শিশুদের। প্রচণ্ড গরমে ডিহাইড্রেশন থেকে মুক্তি পেতে, মিলছে না ওআরএস’ও (ওরাল রিহাইড্রেশন সলিউশন)। এছাড়াও শিশুরা পায়নি জাপানিজ এনসেফেলাইটিস টিকাও।

অ্যাসবেসটস ঘর কীভাবে শিশুর শিশু মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে? এ নিয়ে চিকিৎসকরা জানান, এনসেফেলাইটিসে আক্রান্ত শিশুদের বাড়ি গিয়ে দেখা গেছে, যে তাদের বাড়িগুলি অ্যাসবেসটস দিয়ে তৈরি এবং যা প্রচন্ড গরম হয়ে ওঠে এই গ্রীষ্মকালে। এমনকি রাতেও সেই গরমের দাবদাহে থেকে রেহাই পায় না বাড়ির লোকেরা। চিকিৎসকরা আরও জানিয়েছেন এই প্রচণ্ড দাবদাহে, মস্তিষ্ক গরম হয়ে উঠে, মৃত্যু হয়েছে ১০ বছরের নীচে এনসেফেলাইটিসে আক্রান্ত শিশুদের। আগামী দিনে এই এনসেফেলাইটিস হওয়ার আরো বিভিন্ন কারণ জানা যাবে বলেছেন চিকিৎসকরা।

সম্পর্কিত খবর