ছোট থেকেই নাচ শেখার শখ, হৃতিকের নাচের স্টেপ নকল করে দেখালেন ৮৮-র আশা ভোঁসলে

বাংলাহান্ট ডেস্ক: ভারতের গর্ব আশা ভোঁসলে (asha bhosle)। দীর্ঘ সঙ্গীত কেরিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এই বয়সে এসেও নিয়মিত গানের চর্চা করেন। সুর, তাল এতটুকু এদিক থেকে ওদিক হওয়ার জো নেই। দিদি লতা মঙ্গেশকরের থেকে অনেকটাই আলাদা তিনি। সোশ‍্যাল মিডিয়ায় যেমন সক্রিয় থাকেন তেমনি রিয়েলিটি শোয়ের বিচারকের আসনেও দেখা যায় আশা জি কে।

তবে এবারে গানের রিয়েলিটি শো নয়, বরং কিংবদন্তী গায়িকাকে দেখা গেল নাচের রিলেটি শো ‘ইন্ডিয়াস বেস্ট ডান্সার’ সিজন টু তে। গানের জগতে দীর্ঘ ৭৫ বছর পূর্তি উপলক্ষে মঞ্চে সেলিব্রেশনে মেতেছিলেন প্রতিযোগী থেকে বিচারকেরা। বিশেষ অতিথি হয়ে এসেছিলেন আশা।

IMG 20211203 153949
তিনি জানালেন, এটাই তাঁর প্রথম কোনো নাচের রিয়েলিটি শো তে আসা। তাই এবারে শুধু গান নয় নেচেও দেখিয়ে দিলেন আশা ভোঁসলে। ছোট থেকেই নাকি তাঁর নাচ শেখার শখ ছিল। ‘এক পল কা জিনা’তে হৃতিক রোশনের জনপ্রিয় নাচের স্টেপও করে দেখান তিনি। শুধু তাই নয়, মালাইকা অরোরা, গীতা কাপুরের সঙ্গেও নাচেন তিনি। আশার গানে পা মেলান আরেক বিচারক টেরেন্স লুইস।

৯০ ছুঁতে চলেছেন আশা ভোঁসলে। অনেক ছোট ফয়স থেকে গান গাইছেন তিনি। ১৯৪৩ এ একটি মরাঠি ছবিতে গান গেয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। বিভিন্ন ভাষায় ১২ হাজারেরও বেশি গান গেয়েছেন আশা জি। ভারতের মেলোডি ক‍্যুইন তিনি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন‍্যও বহু সুপারহিট গান গেয়েছেন আশা ভোঁসলে।

IMG 20211203 154002
এর আগে গানের রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন আশা ভোঁসলে। তাঁর বক্তব‍্য ছিল, “ওদের কাছে গান নেই তাই আমাদের গাওয়া গানই গাইছেন”‌। কিছুটা কটাক্ষের সুরে তিনি বলেছেন, স্বর্ণ যুগের বহু গানকেই এখন নয়া প্রযুক্তির সাহায‍্যে ভেঙেচুরে নেচে গেয়ে পরিবেশন করা হচ্ছে। তা তিনি মেনে নিয়েছেন।

আশা আরো বলেছিলেন, পুরনো গানকেই এখনো আঁকড়ে বেঁচে থাকতে হচ্ছে এখনকার প্রজন্মের গায়ক গায়িকাদের। এটাই গর্বের ব‍্যাপার। তাঁর গাওয়া বহু গানই তিনি নিজে ভুলে গিয়েছেন তিনি এখনকার প্রজন্ম মনে রেখে দিয়েছে।


Niranjana Nag

সম্পর্কিত খবর