মহিলাদের জন্য সুখবর, প্রচুর পরিমানে নিয়োগ হচ্ছে আশাকর্মী, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: এবার মাধ্যমিক পাশের পরই রাজ্যে রয়েছে প্রচুর চাকরির সুযোগ! ইতিমধ্যেই বিভিন্ন জেলায় আশা কর্মী পদে নিয়োগ চলছে। এবার উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেবল মাধ্যমিক পাশ করে থাকলেই এই পদে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

মোট শূন্যপদের সংখ্যা ছাড়াও আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।

উত্তর দিনাজপুর জেলায় আশা কর্মী পদে মোট ৬০ টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে রায়গঞ্জ ব্লকে ১৮ টি শূন্যপদ, কালিয়াগঞ্জ ব্লকে- ১১ টি, ইটাহার ব্লকে ১৬ টি এবং হেমতাবাদ ব্লকে ১৫ টি শূন্যপদ রয়েছে।

এই পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও, প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি, এই পদের জন্য কেবল বিবাহিতা/ বিধবা/ বিবাহ বিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারবেন। অর্থাৎ কোনো অবিবাহিতা মহিলা এই পদগুলিতে আবেদন করতে পারবেন না।

এই পদের আবেদন করতে গেলে আবেদনকারীদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। যদিও, তপশীলি জাতি ও উপজাতি শ্রেণীভুক্ত প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে। সবক্ষেত্রেই বয়স ধরা হবে ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসাবে।

আশাকর্মী পদে আবেদনের জন্য প্রার্থীদের যে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি লাগবে সেগুলি হল:

১) মাধ্যমিকের মার্কশিট এবং এডমিট কার্ড।
২) আবেদনকারীর আধার কার্ডের জেরক্স।
৩)  ৫ টাকার ডাকটিকিট সহ নিজের ঠিকানা লেখা খাম
৪)  অ্যাটেস্টেড সহ দুই কপি পাসপোর্ট সাইজ ফটো এবং
৫) যদি বিবাহ বিচ্ছেদ হয় সেক্ষেত্রে ডিভোর্স সার্টিফিকেট।

IMG 20220108 114930

 এই পদের ক্ষেত্রে নিয়োগের জন্য প্রার্থীদের মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ৯০% এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ১০% নিয়ে সর্বমোট ১০০ শতাংশ নাম্বারের ভিত্তিতে বাছাই করা হবে।

এখানে আবেদন করতে গেলে প্রার্থীকে সম্পূর্ণ অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংযোজন করে সংশ্লিষ্ট ব্লক অফিসের ঠিকানার নির্ধারিত ড্রপ বক্সে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি, ২০২২। পাশাপাশি, http://uttardinajpur.gov.in/ এই লিঙ্কে গিয়ে ক্লিক করলেই আবেদনকারীরা বিস্তারিত জানতে পারবেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর